কবিতা ।। জলবাতাস ।। অরিন্দম চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। জলবাতাস ।। অরিন্দম চট্টোপাধ্যায়

জলবাতাস

অরিন্দম চট্টোপাধ্যায়


একটা দৃশ্যমান রেখা
তার ওপর এখন কাঁটাতার
প্রায় শতবর্ষের কাছে
কাঁটাতারের এদিকে...
সেই কবে ফেলে আসা ভূমিখণ্ড
তবুও হৃদয়ের ওপর
কখনও কখনও রেখাচিত্র

পাবনা কলোনি রোড়
এঁকে বেঁকে চলে গেছে
চাকদহ থেকে পায়রাডাঙা...
সেই কবে ছেড়ে আাসা
পাবনা, বগুড়া, কুষ্টিয়া...
এরকম বহু জন পথ
তবুও পিঠের ওপর এক যন্ত্রণা
হেঁটে যেতে যেতে দোকানের
সাইন বোর্ড দেখে আর
বিড় বিড় করে উচ্চারণ করে রাস্তার নাম
তখন পুরোনো ভূমিতল থেকে উড়ে আসে
এক টুকরো মেঘ ও জলবাতাস...

========================

@ অরিন্দম চট্টোপাধ্যায়,  বেহালা, কলকাতা -৭০০০৬০
 

No comments:

Post a Comment