কবিতা ।। স্বাধীনতা তুমি কার ।। হীরক বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। স্বাধীনতা তুমি কার ।। হীরক বন্দ্যোপাধ্যায়

স্বাধীনতা তুমি কার

হীরক বন্দ্যোপাধ্যায়


স্বাধীনতা তুমি কার
রাস্তা যেমন কারো বাবার নয় প্রতিবাদও তেমন কারো একার নয়,  স্বাধীকার, স্বাধীনতা তাহলে  তুমি কার ছাব্বিশে জানুয়ারী  নাকি পনেরই আগষ্টের তেরঙ্গা পতাকার  ভালবাসার সাথে দলবেঁধে
গুন্ডামির কোনও স্থান  থাকা উচিত নয়
আপনি আপনার মতো প্রতিবাদ করুন
সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে মানবতার পক্ষে কথা বললে আপনার পিছনে বাউন্সার লেলিয়ে দেবে
এতো শুধু একালের নয় সর্বকালেই ছিল
দ্য ভিঞ্চি অথবা গ্যালিলিওকে কি না করেছিল...

আহা স্বাধীনতা তুমি বিনয় বাদল 
ক্ষুদিরাম  তুমি  সুভাষ  বোসের 
স্বাধীনতা তুমি বীর শহিদের

গোলাপে যদি কাজ না হয় রাইফেল তুলতে হতে পারে হাতে, ভিয়েতনাম কিম্বা কম্বোডিয়া
কিউবা কিম্বা তিউনিসিয়া নিয়ে কথা হতে পারে
কিন্তু যখনি হাঁসখালি কিম্বা ফুলবাগান নিয়ে
হিন্দু বৌদ্ধ জৈন খ্রীষ্টান তখন এক বাড়ির দেওয়ালে
বড় বড় করে লিখে দিয়ে যাবে ...এসব চলবে না...
তখন, তখন স্বাধীনতা তুমি কার 

একশ পঞ্চাশ কেস , তিনশ পঞ্চাশটা আইনভঙ্গ
সাতশ তিরিশটা দুর্ব্যবহার ...বন্ধুবান্ধব সব একে একে কেটে পড়বে ...আরবি ফার্সি বা উর্দ্দু শেখার
দরকার নেই ....তবু মানুষ প্রতিবাদ করবে
আর দেখতে পাবে শুধু গুজরাট নয়
কিম্বা বাংলা সারামুলুক  আমাদের ভারতব্যাপী পৃথিবীটাই কেমন বাংলা কিম্বা গুজরাট হয়ে যাচ্ছে দিনকেদিন গোপনে সন্তর্পণে ...

তাহলে আমাদের দুশো বছরের সংগ্রাম কোথায় গেল
স্বাধীনতা, শেষ পর্যন্ত তুমি  তাহলে  কার ...

===================



No comments:

Post a Comment