কবিতা ।। স্বাধীনতা ।। সুদীপ কুমার চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। স্বাধীনতা ।। সুদীপ কুমার চক্রবর্তী

স্বাধীনতা 
সুদীপ কুমার চক্রবর্তী


আবার স্বাধীনতা দিবস .......সাত দশক পেরিয়ে এসেছি
এগিয়ে চলেছি ক্রমশ শতাব্দীর দিকে।
স্বাধীনতার বার্তা দেওয়া হয় ফি বছর নাগরিক মঞ্চ থেকে।
আট ঘণ্টার লড়াই করে যে মজদুর
সে কি আজও স্বাধীনতা পেয়েছে ?
মাটিতে জন্ম যে কৃষকের - যে কৃষাণ কৃষাণীরা
মাটির গন্ধে উদয়াস্ত মেহনত করে জীবন কাটায়
ওরা কি স্বাধীনতা পেয়েছে ?
যে শিশুরা শৈশব বিকিয়ে আজ স্কুলছুট
যে শিশুরা পেটের তাগিদে কলে কারখানায়
দোকানে রেস্টুরেন্টে কাজ করে দিন কাটায়
ওরা কি স্বাধীনতা পেয়েছে !
গৃহহীন - অনাথ - ভিক্ষু জীবি যারা 
স্বাধীনতা তাদের কি দিতে পেরেছে !
প্রজন্মের পর প্রজন্ম লাখো লাখো শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য এ স্বাধীনতা লিখেছে এক অনিশ্চিত ভবিষ্যত।
রাজা মন্ত্রী শ্রান্তি ওরাই আজ দেশসেবক - মঞ্চ নায়ক - জনগণের কাঁধে জোয়াল ভেঙে লুঠে চলেছে দেশের সম্পদ।
শান্তিপ্রিয় মানুষ আজও পায়নি তার ন্যায্য বিচার।
ধর্ষণ - খুন - রাহাজানি এখন নিত্যকার- জলভাত।
জনগণের কণ্ঠ চেপে ধরেছে আজ শিকারি বাজ পাখির দল।
তস্করদের দেশ বন্দনায় আজকাল মঞ্চে মঞ্চে তিরঙ্গা ওড়ে।
এখনও মধ্য রাত্রির দুঃ স্বপ্নে জেগে উঠি আমরা প্রান্তিক নাগরিক  - 
দেখি উদ্যত খর্গ হাতে  আমাদের পাশে পাশে কাপালিকের দল ।

মনে রেখো - এ স্বাধীনতা আমজনতার !
শূন্যে ঝুলছে ডিমোক্লিসের তরবারি - 
একদিন আছড়ে পড়বে এই মাটিতে।
 একদিন জেগে উঠবে -  ঘুমন্ত মানুষ
স্বাধীনতার অমৃত ভান্ডে বাড়িয়ে দেবে অধিকারের হাত - 
বুঝে নেবে তাদের সবকিছু পাওয়ার হক  - শেষ সম্বল ।

 -----------------------------------------

Sudip Kumar Chakraborty.
 Joyanti Gazipur Howrah 711413.

No comments:

Post a Comment