দুটি কবিতা ।। মনোরঞ্জন ঘোষাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

দুটি কবিতা ।। মনোরঞ্জন ঘোষাল

দুটি কবিতা ।। মনোরঞ্জন ঘোষাল


ছিনিয়ে নেওয়া অধিকার

তখন অন্ধকারে ডুবে ছিল
আকাশ বাতাস মাটি।
আকাশে ছিল চোখ
বাতাসে ছিল কান
ওরা সব দেখত শুনত
মাটির বুকে বসে।
কত রক্ত মাটিতে মিশেছে
কত নিঃশ্বাস বাতাসে ভেসেছে
কত হাত আকাশ ঢেকে
মাটি বাতাস আকাশ
ছিনিয়ে নিয়েছে ওদের থেকে।
এ স্বাধীনতা কুড়িয়ে পাওয়া নয়
শত শত বলিদানে ছিনিয়ে নেওয়া
কখনও ভেবে দেখো।


লড়াই চলছে চলবে



এখনো সব স্বাধীনতা আসেনি
আর সব স্বাধীনতা পাওয়া ঠিক না।
কিছু বাঁধন কিছু স্বাধীনতা থাকবে
অফুরান আকাশ তুমি পাবে না
তাহলে হারিয়ে যাবে ভূবন মাঝারে।
তাই বলে সমগ্র আকাশ কেড়ে নেওয়া যাবে না।
এখনও রয়েছে সেই দ্বন্দ
তাই এখনও লড়াই চলছে চলবে
এ লড়াই শেষ হবে না জানি
আমাদের সীমাহীন চাহিদার কাছে।
আমরা একটু একটু করে ছিনিয়ে নেব স্বাধীনতা 
আনন্দে ভরিয়ে নেব নিজেদের যতটুকু পাই
তা বলে সংগ্রাম যাবেনা থেমে
শেষ পরিণতি এইটাই।

===============

মনোরঞ্জন ঘোষাল
আত্মারামপুর
পশ্চিম রামেশ্বরপুর
বজ বজ
দক্ষিণ চব্বিশ পরগণা
পিন 700140


No comments:

Post a Comment