কবিতা ।। স্বাধীনতা ।। রাজীব সেখ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। স্বাধীনতা ।। রাজীব সেখ



স্বাধীনতা

রাজীব সেখ


স্বাধীনতা,আমার স্বাধীনতা

দুশো বছরের ভেঙে শৃংখল

মুছে পরাধীনতা   ‌।

লক্ষ শহীদের আত্ম বলিদানে

আমরা পেয়েছি স্বাধীনতা   ।


ফাঁসির মঞ্চে বিপ্লবীরা 

হাসিমুখে দিয়েছে প্রাণ   ।

আমরা তাদের স্মরণ করি

গাহি তাহাদের জয়গান    ।


বিনয়,বাদল,দীনেশ,ক্ষুদিরাম

নেতাজি,তিতুমীর   ।

ইতিহাস সাক্ষী তোমরা অমর 

স্বাধীনতা সংগ্রামী বীর    । 


ধৈর্য,সৈয্য,শান্তি,ত্যাগ

প্রগতির পতাকায়    ।

ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় প্রতীক তলে

আমার পরিচয়    ।


বীর শহীদের রক্ত ভেজা আত্মত্যাগে

বুকে অস্থিরতা   ।

আছড়ে পড়া আন্দোলনের বিজয় রথে

এলো স্বপ্ন মাখা আকাক্ষিত স্বাধীনতা  ।


আজ আমি স্বাধীন ,স্বাধীন চিন্তা ধারা 

স্বাধীন মূল্যবোধ   ।

আমাকে করে যেতে হবে সন্তানহারা পিতা-মাতা

স্বামীহারা স্ত্রীর ঋণের শোধ  ।


স্বাধীন দেশের ,স্বাধীন নাগরিক

ধ্যানে জ্ঞানে, আধুনিকতা প্রগতিতে   ।

স্বতন্ত্রতার দৃপ্ত কন্ঠে ,সততা ন্যায়-নিষ্ঠায়

সুনাম চাই পৃথিবীতে   ।

=======================

Rajib Shaikh

C/O - Rahim Box Shaikh

Vills - Madh Pur

PO - Balia Danga

PS - Murutia 

Dist - Nadia

Pin - 741152

No comments:

Post a Comment