কবিতা ।। আমার দেশ ।। বিশ্বজিৎ কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। আমার দেশ ।। বিশ্বজিৎ কর

আমার দেশ

বিশ্বজিৎ কর

স্বাধীন তুমি, স্বাধীন আমি -
স্বাধীন গোটা দেশ, 
তবুও কেন সাম্প্রদায়িকতা-
ভেদাভেদ, হিংসা-দ্বেষ? 
দেশজুড়ে বেকারত্বের জ্বালা, 
দারিদ্রের কশাঘাত -
সততার চরম অপমৃত্যু, 
দুর্নীতির উৎপাত! 
আজও পণপ্রথা,অনাহার-
আজও নিরক্ষরতা, 
শত শত শহীদের রক্তে লেখা -
এ কেমন স্বাধীনতা !
জগৎসভায় শ্রেষ্ঠ আসনে-
দেশকে দেখতে চাই ,
সবার উর্দ্ধে দেশ আমাদের- 
আসুন, সাম্যের গান গাই। 

********

No comments:

Post a Comment