কবিতা ।। স্বাধীনতা ।। আশীষ হাজরা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। স্বাধীনতা ।। আশীষ হাজরা

স্বাধীনতা 

আশীষ হাজরা


ও ফেলানী 
ঐ দেখ স্বাধীনতার পতাকা 
ঐটা আমার দেশের পতাকা 
আমরা এখন স্বাধীন ।

ও বৌদি, বোঁদে কখন দেবে গো 
ছেলেটা আর কথা শুনছে না,
ঘরকে যেতে হবেক
রান্নার কাঠ নাই
 চাল আছে- আনাজ নাই 
ঘরে রুগী ওষুধ নাই,
কখন শেষ হবেক
 তোমাদের স্বাধীনতা।।

No comments:

Post a Comment