Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

ছড়া ।। যেন ভগীরথ ।। আনন্দ বক্সী

যেন ভগীরথ 

আনন্দ বক্সী


এর আদি বাস ছিল আমাদের দেশ 
উপকার জানি এর অসীম-অশেষ।
বেশ কিছু দেশে আজ করে বসবাস 
প্রচুর বৃষ্টিপাতেই ভালো হয় চাষ।
উদ্ভিদই এটি এক  সে গুল্ম জাতীয় 
আদা পরিবারে একে নিজ করে নিও।
এ গাছের মূল শুনি বহুকাজে লাগে
রান্না হোক বা ঔষধ দুটোতেই আগে। 
শিলেতে বাটতো আগে মা ও ঠাকুমারা 
গুঁড়ো দিয়ে কাজ সারে আজ বউমারা।
'কারকুমা লঙ্গা'ই এ বিজ্ঞানের ডাকে
এর রঙে চারপাশ আলো হয়ে থাকে।
মশলা হিসাবে একে প্রতি ঘরে রাখে 
'হলুদ' আর 'হলদি' বলে সব তাকে।
প্রথমে সিদ্ধ হয় এটির শিকড় 
চুলাতে শুকানো হয় সেটি তার পর।
তারই চূর্ণই হলো হলুদের গুঁড়ো 
চাহিদা এটির যেন পাহাড় চূড়ো।
একে ছাড়া ম্যাড়ম্যাড়ে সে রান্নার পদ
ঔষধ রূপেও এটি যেন ভগীরথ। 

ভিটামিন বহু আছে এর শরীরেতে 
খনিজ-প্রোটিন সেও পাবে কিছু এতে।
অ্যান্টিঅক্সিডেন্টটাও আছে এর কাছে
প্রাত্যহিক জীবনেও এ যে জুড়ে আছে।
বহু ব্যবহার আছে কাঁচা হলুদের 
নানা রোগ প্রতিরোধে যেন সদা শের।
কাটা-পোড়া উপশমে লাগে এটি কাজে 
ওজন হ্রাসেও পাবে আমাদের মাঝে।
সর্দি-কাশিটাও জানি কমে এটা খেলে
বাত আর টিউমার দেয় দূরে ঠেলে।
মানসিক অবসাদ করে থাকে রোধ 
মধুমেহ রোগ মাঝে তোলে প্রতিরোধ।
ত্বকটাকে ফর্সা করে ব্রণকে হটায় 
রক্তের উৎপাদান  এ বৃদ্ধি ঘটায়।
লিউকোমিয়ার ঝুঁকি কমে এর রসে
পেটফাঁপা-ডাইরিয়া থাকে সদা বশে।
চর্মের নানা রোগ এর কাছে কাবু 
কৃমি দমনেও ভাই এ যে বড়োবাবু।
হজমের গোলমালে দেয় খুব নাড়া 
কোষ্ঠকাঠিন্যকেও এ করে দেহ ছাড়া।
ভালো করে দেয় এটি লিভারের দোষ
বলিরেখা দূর করে মনে আনে জোশ।
সময়টা নিয়ে কেন করো রেষারেষি?
খালি পেটে খেলে হয় উপকার বেশি।

অতিমাত্রায় খেলেই হয় গোলোযোগ 
অ্যালার্জি ও বমিভাব বাড়ায় দুর্ভোগ।
রক্ত জমাট করতে শুনি দেয় বাধা 
কিডনিতে পাথরও হতে পারে জ্যাদা।
হলুদের চাষে ভাই ভারতই শ্রেষ্ঠ 
ভোগ ও রপ্তানিতেও এই দেশ জেষ্ঠ।


Ananda Baksi, Vill-Beliadanga, P.o-Dakshin Barasat, P.s-Jaynagar, Dist-South 24 Parganas,Pin-743372. 



মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল