কবিতা ।। বেঁধেছ যে সখি ।। বিমান প্রামানিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। বেঁধেছ যে সখি ।। বিমান প্রামানিক

বেঁধেছ যে সখি

বিমান প্রামানিক


উদাস দুপুর বেলাতে
চলোরে সখি একসাথে,
                 যাবো দূরের ঐ মদিনায়।
 
শান্ত ছায়ায় নদীর পাড়ে
বসবো সখি তোমায় ঘিরে,
                 সুন্দর ভবিষ্যৎ কল্পনায়।

চলোরে সখি সাথে মোর
জীবন ছন্দে উদাস দুপুর,
                  বাঁধবো যে ঘর দুজনায়।

কল্পনায় বাঁধিবো সুর 
ছন্দে ছন্দে কাটুক দুপুর,
           নদীর তীরে বাঁধিবো আলয়।

কাটুক  বিকেল শান্ত সুরে
দেখবো সবই ঘুরে ঘুরে 
                     ঐ সুন্দর জোছোনায়।

স্বপ্ন সকল হবে পূরণ
হোক তবে তাই সহমরণ,
           ‌         বৃক্ষতলে স্নিগ্ধ ছায়ায়।

তোমার হাতে রেখে হাত
দেবো যে সকল সাথ,
                  বেঁধেছ এ কোন মায়ায়?

দিবা নিশি স্বপ্নে বিভোর
স্বপ্ন সকল হচ্ছে জাবর,
          তোমায় নিয়ে যাবো মদিনায়।

==============

বিমান প্রামানিক
মাড়গ্রাম, মুর্শিদাবাদ 

No comments:

Post a Comment