কবিতা ।। দেশাত্মক ।। তপন মাইতি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। দেশাত্মক ।। তপন মাইতি


দেশাত্মক 

তপন মাইতি


আগস্ট এলে মনটা কেমন করে 
মাটির ওপর তেরঙ্গা গান গড়ে। 

নদীমাতৃক দেশটা সবার নাকি 
সবটা দেব মাটিটা নয় ফাঁকি...

স্বাধীন দেশে স্বাধীন একটু আঁকি 
স্বাধীন মানে ইচ্ছে মতন ডাকি। 

দেশটা মানে আমার তোমার সবার 
দেশের মঙ্গল দশের কল্যাণ হবার। 

দুশো বছর ব্রিটিশদের পরাধীন 
কত জীবন বিনিময়ে স্বাধীন?

মিছিল শ্লোগান প্রতিবাদের মুখে 
ভাল আছি বলছে পরম সুখে। 

সূর্য ওঠে নব ভৈরবী ক্রম 
আমজনতার ডাক 'বন্দেমাতরম'।

বলুক বলতে দাও পাগল আহাম্মক 
হৃদয় উড়ার করে গাই দেশাত্মক। 

===================

তপন মাইতি
গ্রামঃ পশ্চিম দেবীপুর; পোঃ দেবীপুর; থানাঃ মৈপীঠ কোস্টাল; জেলাঃ দঃ২৪পরগণা; পিন-৭৪৩৩৮৩; পশ্চিমবঙ্গ। ভারতবর্ষ। 



No comments:

Post a Comment