কবিতা ।। উলঙ্গ ভারত হাঁটছে ।। কার্ত্তিক মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। উলঙ্গ ভারত হাঁটছে ।। কার্ত্তিক মণ্ডল

উলঙ্গ ভারত হাঁটছে

কার্ত্তিক মণ্ডল


মানুষ এখনও পাশবিক প্রবৃত্তি ভুলতে পারে নি ! 
মনে টগবগ করছে সেই জঙ্গল------
উচ্ছন্ন সভ্যতার হাড় হিম করা চেহারা
উলঙ্গ ভারত হাঁটছে-----! 
যার হৃদয়ে নুন্যতম মনুষ্যত্ব আছে ধিক্কার জানাবেই
এই দৃশ্যে সারা ভারত ব্যথিত, লজ্জিত 
উচু মাথা নেমে এসেছে মাটি বরাবর
কোথাও ভোট দখলে খুন,কোথাও ধর্ষণ, প্রতিবাদে গৃহ ছাড়া
কিম্বা সপরিবারে অগ্নি দগ্ধ
মনিপুরে তো সব অপরাধের সীমা লঙ্ঘিত হয়েছে, 
ঘরের মেয়েকে উলঙ্গ করে জনসমক্ষে ঘোরানো
কখনও মাতৃদ্বারে, কখনও স্তনদ্বয়ে আঘাত 
এ অপরাধ শুধু মনিপুরের কিছু যুবকের নয়, 
এ অপরাধ আমাদের সারা ভারতবাসীর
এই জঘন্য বিবেকহীন রাজনৈতিক হীনচেতনা 
পথে দাঁড় করিয়েছে ভারতবাসী কে, 
যেখানে রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াইয়ে মানুষ আজ ক্লান্ত , পরিশ্রান্ত
দিকভ্রষ্ট উন্মাদ জীব
একেই তোমরা স্বাধীনতা বল   ! 
এর থেকে কি আমাদের রেহাই নেই-------- ? 

No comments:

Post a Comment