কবিতা ।। স্বাধীনতা: ছিয়াত্তর ।। অশোক দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। স্বাধীনতা: ছিয়াত্তর ।। অশোক দাশ

স্বাধীনতা: ছিয়াত্তর

অশোক দাশ


শত বছর আগে শত- শত শহীদের আত্ম বলিদান,
গঙ্গা -পদ্মায় রক্তের স্রোত লাখো দেশপ্রেমীর রক্ত স্নান।
পরাধীন ভারত হল স্বাধীন ক্ষতবুকে কাঁটাতারের যন্ত্রণা,
ক্ষমতা লোভের লালসায় বীভৎস ভ্রাতৃঘাতী রক্তাক্ত। দাঙ্গা।
সাত পুরুষের ভিটে ছাড়ার বেদনায় ছিন্নমূল জীবন,
উদ্বেগ উৎকন্ঠা গৃহহীন উপোসী জঠর হাহাকার ক্রন্দন।
আজ ক্ষুদিরাম ভগত সূর্যসেন বিনয় বাদল দীনেশ,
মাতঙ্গিনী কল্পনা প্রীতিলতা সুভাষ গান্ধী অস্তাচলে নিঃশেষ ।
শাসক- শোষকের অঙ্গুলি হেলনে খোঁড়ে গণতন্ত্রের কবর,
বিবস্ত্র ভারত জননী কামনার শিকার মনিপুর থেকে হাথরস।
গণধর্ষিতা সাহবানু বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে,
কাঁদে ভারত মাতা জায়া দুহিতা নিরাপত্তাহীনতার আতঙ্কে।
সোনার ভারত লুন্ঠিত উঠেছে লোভী সদাগরের নিলামে,
নেই কাজ পরিযায়ী  শ্রমিক দেশময় পেটের তাগিদে ঘোরে।
কৃষানের আজন্ম শর্তে হাঙরের আনাগোনা প্রতিদিন চলে বেড়ে,
অধিকার শুধু সংবিধানের পাতায় লেখা প্রতিবাদে প্রাণ মরে।
গণতন্ত্রের নামে চলছে এখানে প্রতিদিন  ভন্ডামি প্রহসন,
প্রতিক্ষণ জ্বলছে আগুন জাত -পাত সংঘাতে জীবন মরণ।
বৈষম্যের বেড়াজালে প্রাচুর্যের ঢংকা নিনাদ লজ্জার ভারতে,
উন্মুক্ত আকাশের নিচে অনিকেত মানুষের ভিড় নিরন্ন পেটে।
সততার গায়ে কলঙ্ক কালিমা দুর্নীতিই এদেশে নীতি,
স্বাধীনতা ছিয়াত্তর মুখ লুকিয়ে কাঁদে প্রতিক্ষণ মৃত্যু ভীতি।
হে ভারত মাতার বীর সন্তান ভাঙ্গো অন্যায় অসাম্যের অচলায়তন,
বিভেদ বিষ নাশি একতার জয় গানে প্রতিধ্বনি ভারত স্বাধীন।

==============

অশোক দাশ
ভোজান ,রসপুর ,হাওড়া ,পশ্চিমবঙ্গ ,ভারত।



No comments:

Post a Comment