স্বাধীনতা ।। স্বাধীনতা ।। সেখ নাসিবুল আলি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

স্বাধীনতা ।। স্বাধীনতা ।। সেখ নাসিবুল আলি

স্বাধীনতা

সেখ নাসিবুল আলি


ওরা বন্দিশালায় শিকল ভাঙে
ওরা বন্দুকের নলে জীবন বাজি রাখে
ওরা ফাঁসির দড়ি পড়লো হেসে
     ধীরপায়ে এসে নির্ভীক সাহসে
বুকের তাজা রক্ত ঝরিয়ে
স্বাধীনতা চাই। চাই স্বাধীনতা -

আত্মবলিদানের অজস্র কাহিনী
ইতিহাসের পাতায় বেঁচে আছে ,
আজ মন্থন করি,হৃদয় খুঁড়ে
স্বর্ণাক্ষরে নামের মহিমা গাথা ।

আমরা পেলাম পনেরো আগষ্ট
আকাশে বাতাসে ধ্বনিত  হলো
ত্রিরঙা পতাকা উড়িয়ে
মুষ্টিবদ্ধ হাতে  বন্দেমাতরম

উড়ে গেল একঝাঁক সাদা পায়রা
রবির আলোক রশ্মি মেখে
চেয়ে দেখি দূর হতে দূরে
নীল নীলিমার দিকে ।


#############০############

গোপালপুর
পোঃ খাড়রা
থানা ইন্দাস
জেলা বাঁকুড়া
পিন 722205

No comments:

Post a Comment