কবিতা ।। তাদের কথা ।। মানস চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। তাদের কথা ।। মানস চক্রবর্তী

তাদের কথা

মানস চক্রবর্তী

 

 
এসো একটু তাদের কথা ভাবি-
এই পুজোতে হয়নি যাদের জামা
এসো একটু তাদের সঙ্গে থাকি-
নেই তো যাদের পিতা-মাতা-মামা।

এসো একটু তাদের কথা লিখি-
যাদের কথা লেখে না যে কেউ
এসো একটু তাদের সাথে বাঁচি-
মরা গাঙে নেই তো যাদের ঢেউ।

এসো একটু তাদের কথা বলি-
করোনাতে গেছে যাদের কাজ
তাদের কথা না যদি না বলি-
নিজের কাছে নিজেই পাবো লাজ।

এসো তাদের কাঁধে হাতটা রাখি--
বন্যা এসে ভাঙলো যাদের ঘর
তাদের জন্য মন যদি না কাঁদে-
কিসের কবি, কিসের মাতব্বর?

 

****************************

 

মানস চক্রবর্তী।
উত্তর বাওয়ালী, নোদাখালি,
দক্ষিণ চব্বিশ পরগনা,
পিন--৭০০১৩৭




No comments:

Post a Comment