ছড়া ।। স্বাধীনতা স্বাধীনতা ।। গোবিন্দ মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

ছড়া ।। স্বাধীনতা স্বাধীনতা ।। গোবিন্দ মোদক

স্বাধীনতা! স্বাধীনতা!!

গোবিন্দ মোদক

 

স্বাধীনতা মানে স্ব-অধীনতা, পরাধীনতার মুক্তি,

লক্ষ ঝিনুক মাঝে যেমন একটি আসল শুক্তি।

 

স্বাধীনতা মানে নিজের শাসন, নিজের নিয়ম নীতি,

পূর্ণ মনের উৎসাহ ভরা, নেই শোষণের ভীতি।

 

স্বাধীনতা সেই মহার্ঘ্য যা অনেক কষ্টে পাওয়া,

দু'শো বছরের পরাধীনতা শেষে নিজেদের গান গাওয়া।

 

কতো না আত্মত্যাগে আর রক্তের বিনিময়ে,

দেশপ্রেমিক বিপ্লবীরা প্রাণ দেয় শয়ে-শয়ে।

 

অবশেষে আসে স্বাধীন-সকাল, মুক্ত পাখির গান,

আবেগে কবি লিখে ফেলে স্বাধীন দেশের গান।

 

স্বাধীনতার নবচেতনায় জেগে ওঠে দেশবাসী,

স্বাধীন দেশের দেশমাতৃকা হাসেন মধুর হাসি।

 

মুক্তকণ্ঠে গাও আজ ভাই স্বাধীনতারই গান,

দেশপ্রেমের অরুণ আলোয় জাগুক সকল প্রাণ॥


=============================



গোবিন্দ মোদক। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ভারত,






No comments:

Post a Comment