কবিতা ।। আমার স্বাধীনতা ।। ভুবনেশ্বর মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। আমার স্বাধীনতা ।। ভুবনেশ্বর মন্ডল

আমার স্বাধীনতা 

ভুবনেশ্বর মন্ডল

আমি কোন খাঁচা নয় একটা আত্মবিশ্বাসের আকাশ চাই
যেখানে একটা সূর্য আছে আর মিঠা জলের সমুদ্র
মাথার উপরে নিরাপদ ছাউনি
পায়ের তলায় স্নেহশীল মাটি
আর অন্নবস্ত্রের সহজাত অধিকার
এটাই আমার স্বাধীনতা আমার স্বদেশ আমার পৃথিবী
আমার ফুসফুসে গল্প করবে পৃথিবীর যত অক্সিজেন
মূল্যবোধ ও মানবতা জড়িয়ে ধরবে মানুষের গলা
আমি চিনে নেব মাটিকে আর মানুষকে
যত কান্না সব মুছে দেবো ভালোবাসার রুমালে
আমি গাছের মতো শুষে নেব সূর্যকে আপন সত্তায়
শিকড়ে শিকড়ে হেঁটে যাবো চেতনার বাড়ি
যে অন্ধকার খেয়ে নিচ্ছে আমার স্বদেশ আমার পৃথিবী
আমি আমার স্বাধীনতায় তাকে ফাঁসি-কাঠে ঝোলাবই ।

__________________

ভুবনেশ্বর মন্ডল
সাঁইথিয়া লেবু বাগান
পোস্ট সাঁইথিয়া
জেলা বীরভূম
পিন নাম্বার ৭৩১২৩৪


 

No comments:

Post a Comment