কবিতা ।। স্বাধীনতা ।। অভিজিৎ দত্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। স্বাধীনতা ।। অভিজিৎ দত্ত

স্বাধীনতা 

অভিজিৎ দত্ত 



আমার কাছে স্বাধীনতা 
মানে মুক্তির ছোঁয়া 
যে কোন পরিস্থিতিতে 
অন‍্যায়কে রুখে দেওয়া ।

আমার কাছে স্বাধীনতা মানে 
সঠিক পথে এগিয়ে চলা 
সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে 
দেশকে এগিয়ে নিয়ে যাওয়া ।

স্বাধীনতা নয় কোন সহজ উপাদান 
যুগে, যুগে স্বাধীনতা সংগ্রামীরা করেছে
এর জন্য মরণপণ সংগ্রাম।

আমার স্বাধীনতা নয় এলোমেলো 
শুধু সুখ আর আনন্দে গা ভাসিয়ে চলো 
আমার স্বাধীনতা, সংগ্রামের, আত্মবলিদানের,আদর্শের
যে আদর্শ যুগ,যুগ ধরে
মহাপুরুষ ও স্বাধীনতা সংগ্রামীরা 
শিখিয়ে এসেছে আমাদের 
পরের কারণে মরণেও সুখ 
এর মধ্যে লুকিয়ে আছে 
স্বাধীনতার প্রকৃত স্বরূপ ।


স্বাধীনতা মানে স্বপ্নপূরণ
স্বাধীনতা মানে আশা 
স্বাধীনতা মানে ভালোভাবে 
বেচেঁ  থাকার প্রত‍্যাশা ।

স্বাধীনতা মানে মুক্তি 
স্বাধীনতা মানে আত্মহুতি 
স্বাধীনতা মানে আমার কাছে 
এক দারুণ অনভূতি ।

স্বাধীনতা মানে শুধু খুশি নয় 
স্বাধীনতা মানে ত‍্যাগ 
স্বাধীনতা মানে অপরকে সাহায্য করার ,সংগ্রামের ডাক ।

স্বাধীনতা মানে প্রতিকার 
বিরুদ্ধে যে কোন অন‍্যায়,অবিচার 
স্বাধীনতা মানে উন্নয়ন 
যে কোন দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম।


স্বাধীনতা তোমাকে প্রণাম 
তুমি ছাড়া জীবন 
মৃত মানুষের সমান। 

হে স্বাধীনতার রবি
তোমাকে অন্ধকারে নিয়ে যেতে 
চেয়েছিল সাম্রাজ্যবাদী শক্তি
নিপীড়িত জনগণ 
বুঝলো যখন তোমার মর্ম 
ঝাঁপিয়ে পড়লো স্বাধীনতার জন্য। 
তবু দুঃখ হয় 
যখন দেখি স্বাধীন দেশগুলোর 
জনগণ অভুক্ত রয়। 
এই স্বাধীনতার জন্যই কী 
এতো লড়াই?

দেশের জনগণ 
যদি না থাকে ভালো 
তবে সেই স্বাধীনতার কী মূল্য?
আমাকে বুঝিয়ে বলো।
Date,05/08/23,M.7908586338

No comments:

Post a Comment