কবিতা ।। জেগে আছে সময় ।। কাকলী দেব - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। জেগে আছে সময় ।। কাকলী দেব


জেগে আছে সময়

     কাকলী দেব 


উড়ে যাওয়া সময়ের হাত ধরতে চাই 
বিফলতার অনুভবে, বসে আছি আজও --
ব্যথাদের গায়ে হাত বোলাই,  মনোনিবেশ সহকারে!
 তবু জীবন  কেটে যায়, সময়  কাটে না!
সবার জীবনেই একবার তুমি এসে দাঁড়াও 
মানুষের ছদ্মবেশ বলে, আমরা চিনতে পারি না!
সেই মহার্ঘ্য সময় শেষ হলে, চেতনা জাগে--
তারপর শুধুই খুঁজে ফেরা, সময় দ্রুত ফুরায়, হায়!
যে সময়কে জীবন বলে, তার কতটুকুই বা,
প্রকৃত নিজের! সহজ সরল আনন্দ  হারিয়ে যায়!


                =========

 

No comments:

Post a Comment