কবিতা ।। স্বাধীনতা - কতদূর ? ।। সায়নী ব্যানার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। স্বাধীনতা - কতদূর ? ।। সায়নী ব্যানার্জী

স্বাধীনতা - কতদূর ?

সায়নী ব্যানার্জী


বছর ঘুরে ১৫ অগাস্ট । স্বাধীনতা দিবস । প্রভাতফেরি , পতাকা উত্তোলন ,গান,নাচ - এই সবটাই একটা নিয়ম মেনে পালন করেন ছোট থেকে বড় সকলে l স্বাধীনতার প্রকৃত অর্থ কি ? কতজন সেটা বোঝে ?-এই নিয়ে এক বিরাট প্রশ্ন রয়েই যায় l স্বাধীনতা অনেক বড় অনেক গভীর একটি বিষয় l নিজের অধীনে নিজেকে সঠিক পরিচালনা - এর ভাব,গভীরতা নিয়ে কথা বলার মতো লোক আজ আর নেই l ভিন্ন দেশ,ভিন্ন জাতির অধীনতা থেকে বেড়িয়ে নিরন্তর হয়ে চলা স্বেচ্ছাচারিতা কখনওই স্বাধীনতা নয় আমার মতে।অন্য দেশ,জাতির দাসত্ব থেকে বেড়িয়ে নিজের দেশ মাথা তুলে দাঁড়ানোর যে স্বপ্ন বুকে নিয়ে কোটি কোটি মানুষ প্রাণ দিয়েছিলেন, আজ সেই দেশে জাত-ভেদ , অশিক্ষা,সম্মান হানি, বলাৎকার, নিত্যদিনের ঘটনা l এমন স্বাধীনতা কেউ কি চায় ? কেউ চেয়েছিলো ?
পুরোনো ভাবনা,কুসংস্কার,কন্যাভ্রূণ হত্যা,পণ,
- এই শিকলে জর্জরিত আমাদের দেশ l আজ এতো বছর পরেও। এতো শিক্ষার উন্নতি ঘটা সত্বেও ।
সময়ের সাথে সাথে উন্নতির পথে এগোনোর বদলে চিন্তাধারার ক্রমহ্রাসমান অবনতি এক লজ্জা ব্যতীত আর কিছু না l
স্বাধীনতার জন্মদিন পালন হোক l
দেশমাতৃকার নাম উজ্জ্বল হোক l
যে দেশকে আমরা 'মা' বলে ডাকি সেই দেশের মা,বোনেদের যথার্থ সম্মান দেওয়া হোক l
এইটুকুই তো চাওয়া l এইটুকুই স্বপ্ন l
সুস্থ চিন্তাধারা নিয়ে বাঁচুক আমাদের দেশ l এই দেশের বুকে ছেলে -মেয়ে নির্বিশেষে সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠা পাক l মাথা উঁচু করে শুধু ১৫ অগাস্ট নয় প্রতিদিন যেন বলতে পারি -
'সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি' I

৭৬ বছর পরেও এই স্বাধীনতার স্বপ্নটা আজও দেখে চলেছে আমাদের ভারতবর্ষ ।

No comments:

Post a Comment