কবিতা ।। সেদিন আমরা ।। বদ্রীনাথ পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। সেদিন আমরা ।। বদ্রীনাথ পাল

সেদিন আমরা

বদ্রীনাথ পাল


এই স্বাধীনতা চাইনি আমরা রক্তের বিনিময়ে-
যেখানে মানুষ রবে চিরকাল অন্ধ ও বোবা হয়ে।
স্বার্থান্বেষী মানুষজনেরা শুধু গরীবের বুকে-
লাথি মেরে যাবে দিবস রাত্রি স্বার্থসিদ্ধি সুখে।

অন্নের মুখ দ্যাখে নাকো যারা অন্ন যোগায় পেটে-
স্কুল ছেড়ে কেন সন্তান তার ইটভাটা যায় হেঁটে ?
রক্তের হোলি কেন খেলা হয় ধর্ম জিগীর তুলে-
বেকার যুবক পড়ে মার খায় সেও বলো কার ভুলে ?

যেদিন মানুষ ভরা পেটে রবে-বসন জুটবে গায়ে,
দিনের শেষে ফিরে যাবে ঘরে হাসিমুখে পায়ে পায়ে-
খুশির প্রদীপ জ্বলবে যখন কারো কারো ভাঙা ঘরে-
সেদিন আমরা স্বাধীনতা- গান গাইবো হৃদয় ভরে।

---------------------------------
 বদ্রীনাথ পাল
বাবিরডি, পোস্ট-গৌরাংডি, জেলা-পুরুলিয়া

No comments:

Post a Comment