ছড়া ।। আগুন বাজার ।। দীনেশ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

ছড়া ।। আগুন বাজার ।। দীনেশ সরকার


আগুন বাজার


দীনেশ সরকার


মাছবাজারে মাছের গায়ে
হাত ছোঁয়াতেই ছ্যাকা
আকাশছোঁয়া মাছের দামে
খাই যে ভ্যাবাচ্যাকা ।

থাক্‌ তবে মাছ, সবজি নিয়েই
এখন সরে পড়ি
সবজি কিনতে টাটকা দেখে
দামটা জিজ্ঞেস করি ।

দামশুনে যে ঘোরে মাথা
আগুন বাজার এ কী !
সারা বাজার ঘুরে চোখে
সর্ষেফুলই দেখি ।

কাঁচালংকার দামের ঝাঁঝে
চক্ষু ছানাবড়া
আদা-রসুন আর টমেটোর
দামে রেকর্ড গড়া ।

চাল-ডাল, তেল-নুন, ওষুধপত্র
সবেরই দাম চড়া
ভীষণ কঠিন গোনা টাকায়
মাসের বাজার করা ।

পেনশনের ওই ক'টা টাকায়
মাসের ফর্দ করি
কী কিনবো আর কী কিনবো না
ভেবেই শুধু মরি ।

**********************************
দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর --- ৭২১৩০৬

No comments:

Post a Comment