কবিতা ।। ভাবি তার কথা ।। অমল কুমার ব্যানার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। ভাবি তার কথা ।। অমল কুমার ব্যানার্জী

ভাবি তার কথা

অমল কুমার ব্যানার্জী


আজও আমি খুঁজে মরি 
চিতাভস্ম মাঝে সেই মুখ। 
আজও মনে পড়ে অবগুণ্ঠিতা,
চোখ দুটো খুঁজে মরে তারে।

আমার আশার আলো অস্তমিত
সন্ধ্যা অন্ধকারে গুমরে মরে।
বসে আছি সেই বালিকার তরে
হাঁপিয়ে বেড়ায় একলা বালুচরে। 

তারাদের সাথে কতো কথা,
বিশ্বয়ে শুকতারা কি ভাবে?
আমি বসে তার পাসে বসন্ত রাগে
তবু কেন সরে যায় এতো দূরে। 

কবিতার মাঝে কে তুমি অবগুণ্ঠিতা,
গেয়ে চল তার গান আনমনে। 
আমি শুধু ভাবি তার কথা,
ফুটে ওঠে সেই দুটি চোখ ছাইভস্ম মাঝে। 

আজও সেই সন্ধ্যে বেলা, 
নদী চরে বসে ভাবি তার কথা।

==================

অমল কুমার ব্যানার্জী
পুনে, মহারাষ্ট্র, ইণ্ডিয়া 

No comments:

Post a Comment