তিনটি কবিতা ।। সুশান্ত সেন
নারী
নির্দিষ্ট নারীর কাছে ফিরে গেলে দেখবে
সে অন্য কোনো নদীতীরে চলে গেছে
সংকটের সমাধান খুঁজে না পেয়ে।
সংকট ও সমাধান গুলি এত দূরে দূরে
যে
কখন যে কাছে আসে , কখন যে হাত ধরে
বোঝা ত সম্ভব নয়।
নির্দিষ্ট নারীরা তাই নির্দিষ্ট থাকে না কোনোদিন ।
বিতর্ক
একটা দিনের জন্য বরাদ্দ
একটি মাত্র পাতা
সে কি সবুজ না হলুদ
তাই নিয়ে বিতর্ক।
বিতর্ক চলুক
সে বৃদ্ধি নিয়ে আসতে পারে।
চোখে সর্ষেফুল দেখার থেকে
বিতর্ক ও
বিভিন্নতা কি ভালো নয় !
শক্তি
জানোই ত সে রকম কলমের জোর আমার নেই
পারবো না ছিন্ন ভিন্ন চাঁদ নিয়ে বসে থাকতে
বুনো গাছতলায়।
যে জয়দেব কেন্দুলীই দেখেনি সে বাউল হবে কি করে
কি করে ভাটিয়ালি গেয়ে উঠবে
একবার ও পদ্মা পার না করে।
শক্তি হীন কবিতা এখন আর এসে বসবে না
বেহুলা নদীটির ঘাটে।
বিষ
বিষ ছড়াচ্ছে প্রতি মনে, বিষ
বিষ ধর্মের
বিষ সমাজ জীবন যাপনে।
প্রতিদিন প্রতিকারহীন।
তুমি উদাস ক্ষমাহীন চোখে
তাকিয়ে থাকছ
জনগণ - এর দিকে,
ভাবছো কবে নব প্রজন্ম আসবে
আর
নব ভাবনায় পৃথ্বী বাসযোগ্য হবে।
সময় অপেক্ষায়।
চৌবাচ্চা
একটা চৌবাচ্চায় জল ভর্তি করতে থাকি
আর নিচের ফুটো দিয়ে জল বেরিয়ে যায়
ঠিক যেন কে সি নাগের অঙ্ক।
আর অঙ্কতে ভালো করতে গেলে
কে সি নাগ পড়তেই হবে এই রকম একটা কথা
প্রচলিত ।
এদিকে জল , চৌবাচ্চা , কে সি নাগ মিলে মিশে
একটা মন্ড পাকিয়ে যেই আকাশে ছুঁড়েছি , অমনি একটা চিল
কোথা থেকে এসে মন্ড টা নিয়ে বেপাত্তা।
সেই থেকে আকাশের দিকে তাকিয়ে আছি।
তাকিয়ে আছি।
শব্দ
প্রতিটি শব্দের মধ্যে কি শক্তি থাকে
তারা কি কথা বলে ইশারায়
প্রতিটি শব্দের ভেতর কি জাদু থাকে
জিন হয়ে বেরিয়ে আসবে কি
বোতল ছেড়ে আবহমান কালের ইশারায়।
সেই শক্তির কাছে করি সমর্পণ
জ্ঞান বুদ্ধি ও অপারগতা।
তখন কি বুদ্ধ হেসে ওঠেন
ভাবেন কি ফসল কাটার'ও শক্তি না থাকায়
অপদার্থ মানুষ
কোন সমুদের কাছে নিজেকে
দেবে বিসর্জন - আগামী কালের
কোন এক সন্ধিক্ষণে।
কোলাহল
চারপাশে কেন এত কোলাহল
ক্যালিফর্নিয়ায় জ্বলে দাবানল।
পৃথ্বীর ফুসফুস ফেটে যায়
প্লাস্টিকে প্লাস্টিকে টেকা দায়,
ভোগবাদী দুনিয়ার জঠরে
সভ্যতা ছুটে চলে মটোরে
পৃথ্বীর ফুসফুস ফেটে যায়
উত্তাপে উত্তাপে টেকা দায়।
হিমবাহ হিমালয়ে টুটলো
লেবাননে রকেট ত ছুটলো
পৃথ্বীর ফুসফুস ফেটে যায়
নিঃশ্বাসে বিষ গ্যাস, টেকা দায়।
কি যে করি খুঁজে মরি রোজ যে
পড়িমরি করি তার খোঁজ যে
অপদার্থ যে আমি বোঝা যায়
আরো বিষ বাতাসেতে মিশে যায়।
তাই ডাকি তোমরাই পারবে
ঘন্টাটা তোমরাই বাঁধবে
পৃথ্বীর ফুসফুস ফেটে যায়
তবু যেন তোমাকেই কাছে চায়।
===============
সুশান্ত সেন
৩২বি , শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন