কবিতা ।। গোধূলির ঘোর ।। সুমিতা চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, September 20, 2023

কবিতা ।। গোধূলির ঘোর ।। সুমিতা চৌধুরী

গোধূলির ঘোর

সুমিতা চৌধুরী 


গোধূলির অস্তরাগের আলো মেখে আজো দাঁড়িয়ে আছে এক মেয়ে, 
হয়তো অপেক্ষায় আপন প্রিয়র। 
বয়ে চলা কালের নদীর স্রোতের মাঝেই, 
তার স্বপ্নের ঘোর যে আজও কাটেনি।
সিঁথি রাঙা থেকে হয়েছে বেরঙা, 
কালের প্রহর কতক চাবুক দিয়েছে কষে,
তবু, তার চোখে রাঙা পলাশের নেশা!
মনের অলিন্দে মধুর বংশীর ধুন!
গোলাপ কাঁটায় ক্ষতবিক্ষত পায়ে পথ চলেছে কার ইশারায়? 
পথের গোলাপ কবেই গেছে শুকিয়ে, 
ঝরা পাতার মতো বাতাস নিয়ে গেছে তাকে উড়িয়ে,
পড়ে আছে শুধুই অজস্র কাঁটা। 
কিন্তু কি আজব সেই মেয়ে, 
ভাবনার ডানায় ভর করে কাঁটাকেই ভ্রমে ফুল!
আপন রুধির ধারাকে ভাবে আলতার সোহাগ!
মনে মনে কয়ে চলে কতো না কথা আপন প্রিয়র সনে,
মান- অভিমান, রাগ- অনুরাগ, সুখ- দুঃখ, আর মনের গোপন ব্যথা। 
বাতাসের বুক চিরে জানি না কোথায় পৌঁছায় তা, সুদূর কোন লোকে?
তবু সে কয়ে চলে, কথার বিরাম নেই।
আর নেই অনন্ত প্রতীক্ষার,  প্রিয় মিলনের তরে!
তাই বুঝি কনে দেখা আলো মাঝে মাঝে পথ ভুলে তাকে করে স্পর্শ, 
সেই গোধূলির পথে হেঁটে সে পেরোতে চায় জীবনবৃত্ত, আপন অববাহিকায় এসে।।

==================


 Sumita Choudhury 
 6/1Height Road,  3rd floor 
 Liluah 
 Howrah-711204 

No comments:

Post a Comment