কবিতা ।। একটি বেকার সময় ।। বন্দনা পাত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, September 20, 2023

কবিতা ।। একটি বেকার সময় ।। বন্দনা পাত্র

একটি বেকার সময়

বন্দনা পাত্র 


অবসন্ন মানুষের মত শরীর নিয়ে ঘুমচোখে 
দুঃস্বপ্ন আঁকে মন,

বর্তমান পৃথিবীর ভবিষ্যত হোঁচটে ভরা
দুরন্ত সময় ফাঁকি দেয় ....

নীলব্যথা মহাশূন্য দিয়ে অলস মেঘের মত 
নেমে আসে কঠিন ভীরুতায়।

আমি শুধুই একা একা বসে বেকার সময় নিয়ে
কত কথা বলে যাই...

আলোর দেশে পারি দেব বলে অতৃপ্ত ধূসরতা 
গ্রাস করে রাখি,এও এক জীবন। 

চাঁদ-কথা বলব কখন?
প্রেম কথা বলি না তো আর
প্রকৃতি আমিও তো তোমার...!
কথা বলে শুধু,একটি বেকার সময়।

No comments:

Post a Comment