কবিতা ।। প্রাণের জন্য পণ ।। বিমান প্রামানিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 18, 2023

কবিতা ।। প্রাণের জন্য পণ ।। বিমান প্রামানিক

 

প্রাণের জন্য পণ

বিমান প্রামানিক



আবেগে ভাসিয়ে মন চলেছে বাইক হাতে,
লাগামহীন চালনার ফলে যাচ্ছে প্রাণ তাতে।
মরছে কত জনা, ভাঙছে যেন পরিবার,
শখের বাইক সুখ কেড়ে নেয়, বাবা-মার।
বিনা হেলমেটে চলেছো উড়িয়ে ভাবো না নিজের কথা?
বিপদ যখন আসে তখন দাঁড়াবে তুমি কোথা?
বাইক হাতে চলেছো যে সবকিছু ভুলে হাইরোডে
ভাবো কি? বাবা, মা, স্ত্রী আপনজন থাকে দুশ্চিন্তাতে।
পথে পথে দেখি, যেন কতই না রেষারেষি,
চলেছে টেক্কা দিয়ে কেউ কম কেউ বা বেশি।
কেউ বা জেদের বশে, কেউ বা বাহাদুরিতায়,
লাগামহীন বাইক হাতে ছুটে ছুটে যায়।
কেউ বা পড়ে গাড়ির তলায়, কেউ বা নয়ানজলি,
নিজের গাড়ি নিজের হাতে, এটাই সদা বলি।
শেষে কিনা খবর আসে, আসে কাফনবন্দি বাড়ি,
তাই তো বলি আবার, সাবধানে চালাও গাড়ি।
কেউ আবার চির পঙ্গু হয়ে, হারায় যে হাত পা,
বলবো কি আর কতবার এমন দুঃখী মনের কথা!
তোমার জীবন নিঃস্ব হলে ভাঙবে যে সংসার,
তোমার সাবধানতায় বাঁচবে তুমি, বলছি বারবার।
গাড়ি চালাও, বাইক চালাও , চালাও সাবধানে,
টেক্কা দিয়ে যেও না খবরদার রেখো সদা  মনে।
এগিয়ে চলো গন্তব্যে, এসো ফিরে বাড়ি সময় মতন,
চালাও বাইক, চালাও গাড়ি সজাগ হয়ে,করো পণ।

==============

বিমান প্রামানিক
মাড়গ্রাম,, মুর্শিদাবাদ

No comments:

Post a Comment