কবিতা ।। মৌন মুখর ।। আশীষ হাজরা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 18, 2023

কবিতা ।। মৌন মুখর ।। আশীষ হাজরা

 

মৌন মুখর

আশীষ হাজরা


এখানে এখনো রিসোর্ট গড়ে উঠেনি
পর্যটকদের আনাগোনা
মদের বোতল এখনো গড়াগড়ি খায়নি,
উৎকট ডি জে বাজনায়
নদী জল বনভূমি এখনো কেঁপে উঠেনি।
এখনো এখানে অনন্ত নীরবতা
পাখিদের কাকলি
ভীরু খরগোসের চকিত আনাগোনা
বুনো হাঁসের জলে নেমে
হুটোপুটি খেলা আর মাছ ধরা,
শাল মহুল ফুলের গন্ধে
চারদিক আমোদিত করে,
গজরাজ পরিবার নিয়ে
নীরবে জল খেয়ে কোথায় চলে যায় ।
এখানে এক বুক নির্মল বাতাস
নীল আকাশে মেঘের ভেলা
কাজ শেষে মরদের সাথে
ক্ষেতমজুর রমণীর ঝিলে অবগাহন ।
উদাস দুপুর ধীর লয়ে
ছোট্ট পাহাড়ের ফাঁকে গড়িয়ে যায়,
বনবীথি মাঝে সূর্য ডোবে
নিবিড় অন্ধকার ছেয়ে আসে,
এখানে এসো নীরবে
যেন অনন্ত সুন্দর নীরবতার ধ্যান না ভাঙ্গে ।।
 
------------+-------------

আশীষ হাজরা::সারেঙ্গা:বাঁকুড়া: পঃবঃ, ভারত: পিন -৭২২১৫০

No comments:

Post a Comment