কবিতা ।। পুনর্জন্ম ।। শৌনক ঠাকুর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, September 20, 2023

কবিতা ।। পুনর্জন্ম ।। শৌনক ঠাকুর

পুনর্জন্ম 

শৌনক ঠাকুর 


যদি কখনও ক্ষয়ে যাওয়া চাঁদে 
মাথা রেখে ঘুমিয়ে যাই
কোন এক পেঁচা না ডাকা শীতে ।

যদি বিন্দু বিন্দু শিশিরের দাপটে 
একটা একটা করে খসে পড়ে
আমার জীবনের সমস্ত পাপড়ি।

ধুলো ঝেড়ে কুড়িয়ে নিও আমায় 
মাখিয়ে দিও তোমার পছন্দের রং, 
সাজিয়ে নিও নিজের মতো করে
গন্ধ ঢেলে মুছে দিও অতীতের সব অপ্রাপ্তি।

এভাবেই নতুন করে গড়ে নিও আমাকে 
ঠাঁই দিও তোমার ড্রয়িং রুমের এককোণে।


                 ......................

শৌনক ঠাকুর
গ্রাম পোঃ - দক্ষিণখণ্ড
জেলা  - মুর্শিদাবাদ

 

No comments:

Post a Comment