অণুগল্প ।। প্রভাতভ্রমণ ।। বিশ্বজিৎ কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, September 20, 2023

অণুগল্প ।। প্রভাতভ্রমণ ।। বিশ্বজিৎ কর

প্রভাতভ্রমণ

বিশ্বজিৎ কর


প্রভাতভ্রমণে যথারীতি দেখা হয়ে গেল অনাদিবাবুর সাথে, দু'দিন বেরোতে পারিনি বৃষ্টির জন্য। অনাদিবাবু জানতে চাইলেন - "কি ব্যাপার হে, দু'দিন দেখতে পারিনি যে !
    "বিস্মিত হয়ে জানতে চাইলাম - "আপনি ঐ প্রচন্ড বৃষ্টিতেও বেরিয়েছিলেন?" 
    বোসবাগানের সামনে আমগাছের তলায় দাঁড়ালেন, মুখের ঘাম মুছতে মুছতে বললেন - "শরীরটাকে ফিট্ রাখা খুব জরুরী! এই তো সামনের অক্টোবরে পঁচাত্তর পূর্ণ হবে। চলো যাওয়া যাক!
    "হাঁটতে হাঁটতে বললাম - " সত্যিই অনাদিবাবু,আপনি এক দৃষ্টান্ত!" 
    হাসতে হাসতে জবাব দিলেন - "বুঝলে ভায়া, একমাত্র ছেলে জার্মানিতে। সেখানে সংসার পেতেছে বিদেশিনীর সাথে। তেমনভাবে আসার সুযোগই নেই, আর তুমি তো জানো যে তোমার বৌদি একেবারে শয্যাশায়ী। সুতরাং, শরীরটাকে তো......, এই তো এসে গেলাম। ঠিক আছে ভাই, কাল আবার দেখা হবে! "

সত্যিই প্রভাতভ্রমণেরও কত কারণ থাকে। 


*******


No comments:

Post a Comment