Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন

তিনটি কবিতা ।। সুশান্ত সেন 



 নারী


নির্দিষ্ট নারীর কাছে ফিরে গেলে দেখবে
সে অন্য কোনো নদীতীরে চলে গেছে
সংকটের সমাধান খুঁজে না পেয়ে।
সংকট ও সমাধান গুলি এত দূরে দূরে
যে
কখন যে কাছে আসে , কখন যে হাত ধরে
বোঝা ত সম্ভব নয়।
নির্দিষ্ট নারীরা তাই নির্দিষ্ট থাকে না কোনোদিন ।



 বিতর্ক


একটা দিনের জন্য বরাদ্দ
একটি মাত্র পাতা
সে কি সবুজ না হলুদ
তাই নিয়ে বিতর্ক।

বিতর্ক চলুক
সে বৃদ্ধি নিয়ে আসতে পারে।

চোখে সর্ষেফুল দেখার থেকে
বিতর্ক ও 
বিভিন্নতা কি ভালো নয় !


  শক্তি


জানোই ত সে রকম কলমের জোর আমার নেই
পারবো না ছিন্ন ভিন্ন চাঁদ নিয়ে বসে থাকতে 
বুনো গাছতলায়। 
যে জয়দেব কেন্দুলীই দেখেনি সে বাউল হবে কি করে
কি করে ভাটিয়ালি গেয়ে উঠবে
একবার ও পদ্মা পার না করে।
শক্তি হীন কবিতা এখন আর এসে বসবে না 
বেহুলা নদীটির ঘাটে।


 বিষ


বিষ ছড়াচ্ছে প্রতি মনে, বিষ
বিষ ধর্মের
বিষ সমাজ জীবন যাপনে।
প্রতিদিন প্রতিকারহীন।

তুমি উদাস ক্ষমাহীন চোখে 
তাকিয়ে থাকছ 
জনগণ - এর দিকে,
ভাবছো কবে নব প্রজন্ম আসবে
আর
নব ভাবনায় পৃথ্বী বাসযোগ্য হবে।

সময় অপেক্ষায়।

চৌবাচ্চা


একটা চৌবাচ্চায় জল ভর্তি করতে থাকি
আর নিচের ফুটো দিয়ে জল বেরিয়ে যায়
ঠিক যেন কে সি নাগের অঙ্ক।
আর অঙ্কতে ভালো করতে গেলে
কে সি নাগ পড়তেই হবে এই রকম একটা কথা
প্রচলিত ।
এদিকে জল , চৌবাচ্চা , কে সি নাগ মিলে মিশে
একটা মন্ড পাকিয়ে যেই আকাশে ছুঁড়েছি , অমনি একটা চিল
কোথা থেকে এসে মন্ড টা নিয়ে বেপাত্তা।
সেই থেকে আকাশের দিকে তাকিয়ে আছি।
তাকিয়ে আছি।


শব্দ


প্রতিটি শব্দের মধ্যে কি শক্তি থাকে
তারা কি কথা বলে ইশারায়
প্রতিটি শব্দের ভেতর কি জাদু থাকে
জিন হয়ে বেরিয়ে আসবে কি
বোতল ছেড়ে আবহমান কালের ইশারায়।
সেই শক্তির কাছে করি সমর্পণ
জ্ঞান বুদ্ধি ও অপারগতা।
তখন কি বুদ্ধ হেসে ওঠেন
ভাবেন কি ফসল কাটার'ও শক্তি না থাকায়
অপদার্থ মানুষ 
কোন সমুদের কাছে নিজেকে
দেবে বিসর্জন - আগামী কালের 
কোন এক সন্ধিক্ষণে।


কোলাহল


চারপাশে কেন এত কোলাহল
ক্যালিফর্নিয়ায় জ্বলে দাবানল।
পৃথ্বীর ফুসফুস ফেটে যায়
প্লাস্টিকে প্লাস্টিকে টেকা দায়,

ভোগবাদী দুনিয়ার জঠরে 
সভ্যতা ছুটে চলে মটোরে
পৃথ্বীর ফুসফুস ফেটে যায়
উত্তাপে উত্তাপে টেকা দায়।

হিমবাহ হিমালয়ে টুটলো
লেবাননে রকেট ত ছুটলো
পৃথ্বীর ফুসফুস ফেটে যায়
নিঃশ্বাসে বিষ গ্যাস, টেকা দায়।

কি যে করি খুঁজে মরি রোজ যে
পড়িমরি করি তার খোঁজ যে
অপদার্থ যে আমি বোঝা যায়
আরো বিষ বাতাসেতে মিশে যায়।

তাই ডাকি তোমরাই পারবে
ঘন্টাটা তোমরাই বাঁধবে
পৃথ্বীর ফুসফুস ফেটে যায়
তবু যেন তোমাকেই কাছে চায়।


===============

সুশান্ত সেন
৩২বি , শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০




মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত