কবিতা ।। রাত্রি-দিন ।। অভিজিৎ হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 18, 2023

কবিতা ।। রাত্রি-দিন ।। অভিজিৎ হালদার

রাত্রি-দিন

অভিজিৎ হালদার


এই সব দিন রাত্রি পেরিয়ে
কোনো এক সুন্দরী নারী 
দেখা দিল নক্ষত্রের হৃদয়ে।
তর তম আমার'ই তপস্যা
তর্জমা হল তরঙ্গিণীর ঝর্ণা
তন্ন তন্ন করিয়া বক্ষ এখন
অবদান পেলো প্রেমের ভাষা।
ঢের বেশি দূরে চলে গেল রাত্রি
দিনের হৃদয়ে শুকনো পাতার ঘ্রাণ
হৃদয়ে শুধু বিষের বাঁশি বাজে।
সকল ঘৃণা করিবার তরে
মুক্তমালা সমাধির বুকে বুকে --
একরাশ আশা নিয়ে বেঁচে থাকা
তবুও ভালোবাসার গোলাপ ফোঁটা।
রাত্রি দিন তফাতের নারী
ফ্লোরেন্স শহরের পথে পথে
শতাব্দী কাটিয়ে দেয় উঁচু উঁচু অট্টালিকা
নীল আকাশের দিকে তাকিয়ে।
জাগে প্রেম গভীর থেকে গভীরে
মুসি নদীর মাঝে সোনার দ্বীপ
টাইটানিক জাহাজে করে তুলে এনে
দেবো কোনো এক সুন্দরী নারীর হাতে।।

==============

 
Abhijit Halder 
Mobarockpur
Fatepur, Nadia
West Bengal, India 

No comments:

Post a Comment