কবিতা ।। তন্দ্রাযোগে ।। বদরুদ্দোজা শেখু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, September 20, 2023

কবিতা ।। তন্দ্রাযোগে ।। বদরুদ্দোজা শেখু

তন্দ্রাযোগে 

বদরুদ্দোজা শেখু


সকাল থেকে বর্ষা বাদল স্নিগ্ধ শীতল হাওয়া
আজ সারা দিন ঘুম শুধু ঘুম, বন্ধ নাওয়া খাওয়া--
এমনতরো ইচ্ছাগুলো ঘুরছে আশেপাশে
এলিয়ে-থাকা স্নায়ুতন্ত্রের শিথিল অবকাশে,
ঘাসে ঘাসে আনন্দবান ধারাস্নানের হাসি
হাসছে এসে আমার মধ্যে আনন্দবিলাসী
আশি একশো হাজার পরী হাসছে আসমানে
নাচছে তারা নাচছে দ্যাখো আনন্দের বানে,
সোঁদা ঘ্রাণে বনের বাতাস হচ্ছে ভিজে ভারী
আমার মনে হাজার ভাবনা করছে পায়চারী,
রংবাহারী প্রজাপতি উড়ছে আপন মনে
বুনো ফুলের গন্ধে মেতে ঝাপসা বাতায়নে,
ক্ষণে ক্ষণে অকারণে বসছি দাওয়ার ধারে
হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দেখছি বারে বারে ,
কা'রে যেন ভাবছি ঘোরে তন্দ্রাযোগের ঘোরে
তার যদি আজ পাই রে দেখা ডামাডোলের ভোরে !
সেই ভাবনা উড়তে থাকে আকাশ বাতাস মর্ত্যে
ঘুম শুধু ঘুম ডাকছে যেন অবসাদের গর্তে
কোথাও দূরে  যাই হারিয়ে বাদলধারার মাঝে
মেঘ-বালিকা সামনে এসে দাঁড়ায় পরীর সাজে।
বিভোর হ'য়ে দেখছি তাকে আড়ষ্ট তন্ময়
কেশদামের কুঞ্জে কুঞ্জে পুঞ্জিত বিস্ময়
বারিরাজির কারসাজি আর তারার মানিক কতো
হাত ধ'রে সে নিয়ে চললো পলক-পাখির মতো
সুদূর দেশের তেপান্তরে, আতান্তরে পড়ি,
তন্দ্রা ভাঙে, মন ছেয়ে রয় স্বপ্নের সুন্দরী ।।

--------------------------


©  বদরুদ্দোজা শেখু,
18 নিরুপমা দেবী রোড,  
  বাইলেন 12,
   শহর+পোঃ-  বহরমপুর,  
   জেলা--মুর্শিদাবাদ, PIN - 742101
    পঃ বঙ্গ , ভারত । 

No comments:

Post a Comment