দুটি কবিতা ।। লালন চাঁদ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, September 20, 2023

দুটি কবিতা ।। লালন চাঁদ

দুটি কবিতা ।। লালনচাঁদ 


সূর্য


তোমার সংসার জুড়ে
কিচেন কথা
আগুনের ভাপে অস্থির মন

তোমার কথারা আজও উড়ুক্কু মাছ   ।।


কখন বসন্ত এসে ফিরে যায়
তুমি বুঝতে পারো না
তিরতিরে নদীর বুকে ভাসে শৈশব

পোড়া পোড়া স্বপ্নগুলো হয়ে ওঠে অনশ্বর কথন   ।।


জীবন মৃত্যু আঁকি
মৃত্যুর মাঝে হাজার মৃত্যু মিছিল
আমিও মিছিলে পা মেলাই

মহাজনী কাস্তে গলা কাটে মেহনতি মানুষের   ।।


জলের শব্দ শুনি
বৃষ্টির সুবাস মাখি সারা গায়
আছড়ে পড়ে ঊনিশের গুচ্ছ কবিতা

আমাদের দুহাতের মুঠোয় সূর্য উদয়   ।।

 

তুমি


তবু ভাঙে নদীর স্রোত
জীবনের প্রবাহ জুড়ে অনশ্বর কথার কালযাপন   ।।

তুমি ওপারে
আমি এপারে
শূন্য নদীর বুকে আঁকি কিঞ্জর ভাঙন
হৃদয় ভাঙে
ব্যথার আগুনে পোড়ে জীবনের উৎসব   ।।

কতো কথা ফেলে আসি রোজ
অতল সমুদ্রে ভাসাই তরী
প্রতিদিন দুঃখের ব্যালকনি জুড়ে নেমে আসে অন্ধকার   ।।

সাঁঝের মফস্বলে বাজে না শঙ্খ
নেই উলুধ্বনি। তবু বারবার ফিরে আসে সুপ্ত অশনি   ।।

ইজেলে তুমি
আমি বারবার আঁকি তোমার সুঠাম অবয়ব
রৌদ্র কথন
আজও রোদের দুপুর ঘুমোয় তোমার দুচোখের ভেতর   ।।

--------------------------

লালন চাঁদ
গ্রাম +পোষ্ট = কুমারগঞ্জ।
জেলা = দক্ষিণ দিনাজপুর।


No comments:

Post a Comment