কবিতা ।। কুয়াশা-ব্যথা ।। প্রিয়াঙ্কা কুণ্ডু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, September 20, 2023

কবিতা ।। কুয়াশা-ব্যথা ।। প্রিয়াঙ্কা কুণ্ডু

কুয়াশা-ব্যথা

প্রিয়াঙ্কা কুণ্ডু


অস্তিত্ব বিলোপের মতো মধ্যবিত্ত রূপকথা।
নিঃশেষিত আজ অন্ধকার-মাখা তিমিরের গান,
মায়ের হলুদ-লাগা আঁচলে ঢাকা বিবেক—
দিনান্তে আলো জ্বালতে চাই আত্মবোধের।
জমাট খনিজ থেকে আহরিত জ্যোতিষ্ক,
অদ্ভূত প্রাক্তনের মতো গন্ধরাজে স্মৃতি টানে।

স্থিতিশীল হৃদস্পন্দন, সমুদ্রহীন মরুভূমি,
যেন অগ্নিকন্যার বুক চিরে টানে ইতিহাস।
অসহায় শঙ্খচিল অপ্রাপ্তির খুব ধাক্কায়,
ধূসর ভাঙচুর ধরে অবাধ্য ইচ্ছের সাম্রাজ্যে।
গুঁড়ো গুঁড়ো কান্নারা অনিশ্চিতের হাত ধরে—
তলিয়ে যাচ্ছে অচেনা বৈশাখের মধ্যাহ্নে।

টুকরো কিছু নিষ্পলক বাঁশির অশ্রুজল—
শিয়রে জোড় হাত করে একপায়ে দাঁড়িয়ে,
হারাতে চায় পরিশীলিত ডানার বিন্দুতে।
সূক্ষ্ম শূন্যতা আছে গোলাপের গায়েও,
আবছা ব্যর্থতা তাকেও নিস্তব্ধ গল্প বলে।
অস্থিরতায় চাপা পড়ে আত্মিক গভীরতা।

উদারতার অছিলায় অনাদরের প্রলেপ—
বুক ভরে পান করি উদাসীন নীল মদ,
আর আবদার মাখি ক্ষয়-ধরা অতীতে।
বেহিসেবী সজ্জার নিলয়ে মৃত্যু-মিছিল,
সবকিছু চুপচাপ অনন্ত চলচ্চিত্র জুড়ে।


===================


প্রিয়াঙ্কা কুণ্ডু,
গ্রাম—ছোটডোঙ্গল,
পোস্ট অফিস—বালীদেওয়ানগঞ্জ,
থানা—গোঘাট,
জেলা—হুগলি,
পিন কোড—৭১২৬১৬,
রাজ্য—পশ্চিমবঙ্গ,
দেশ—ভারত।

No comments:

Post a Comment