কবিতা ।। নদী আছে বুকে ।। চন্দন দাশগুপ্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, September 20, 2023

কবিতা ।। নদী আছে বুকে ।। চন্দন দাশগুপ্ত

নদী আছে বুকে

চন্দন দাশগুপ্ত 


আমার বুকের ভেতর আছে একটা নদী,
দেখা যায় না বটে বাইরে থেকে,
এ-নদীতেও জোয়ার-ভাঁটা আসে,
তার খোঁজ কি বাইরে কেউ আর রাখে ?
শীতের শেষে দলমা পাহাড় বেয়ে,
নেমে আসে কত হাতির পাল,
নদীতে তখন স্রোত নেই যে মোটে,
পায়ে হেঁটেই পেরিয়ে যায় ওরা......
বসন্ত-দিনে উদাসী হাওয়ার সাথে,
বুকের নদীতে থাকে ভাঁটার টান,
বিষণ্ণ মন যতই উতলা হোক,
নদী বয়ে যায় আঁকাবাঁকা পথে,
দেহের বয়েস বাড়ছে এখন বুঝি,
সায় দেয় না মন যে কোনো কাজে,
প্রতিদিন পাই প্রিয়জনের চলে যাবার খবর,
কেউ যদিও জানতে পারে না কিছু,
শুধু বুকের নদীতে আশ্রুর বান আসে...

======================

চন্দন দাশগুপ্ত 
৩০/১/সি, রামকৃষ্ণ উপনিবেশ, রিজেন্ট এস্টেট, 
কলকাতা--৭০০০৯২


No comments:

Post a Comment