কবিতা ।। ফিক্সড্ প্রাইস ।। মাথুর দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, September 20, 2023

কবিতা ।। ফিক্সড্ প্রাইস ।। মাথুর দাস

ফিক্সড্ প্রাইস

মাথুর দাস


একশো গ্রাম তিরিশ টাকা,

আর আড়াইশো-তে ষাট ;

পাঁচশো নিলে একশো দশ,

দ্যাখো বাজার জমজমাট ।


দরাদরি নেই, পাক্কা রেট,

শুনেই হাঁকাডাকা

জেনে গেলাম সে জিনিসই

কিলো দু'শো টাকা ।


ফিক্সড্ প্রাইসের এমন দরে

খেই যে হারালাম,

বলতে পারো, ও বাজারী,

কোনটি আসল দাম ?



**********************************




মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান

********************************** 

No comments:

Post a Comment