ভোরের ছদ্মবেশ
কাজল মৈত্র
এক রাতে স্বপ্ন থেকে লাফিয়ে নামলাম আমি
উদভ্রান্তের মতো তাকিয়ে রইলাম
একদল বিষণ্ণ মৃত শরীরের দিকে
ভাঁজে ভাঁজে নেমে এলো অনুভূতিহীন রাত
রক্তের ঘ্রাণ বেয়ে গড়িয়ে পড়ল
রেললাইনের পাশে পড়ে থাকা চুপসে পড়া লাশ
প্রেমের হিসেবে জীবন উড়িয়ে
ছুটেই চলেছে শুধু কাঁচের দেওয়ালে
সব স্বপ্নই শেষ হয় ভোরের ছদ্মবেশে ।
===============
Mr. Kajal Maitra
B. N. Rudra Road
Sitalatala
Po.Ranaghat
Nadia
741201
No comments:
Post a Comment