দুটি কবিতা ।। দীপঙ্কর সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, September 20, 2023

দুটি কবিতা ।। দীপঙ্কর সরকার

দুটি কবিতা  ।।  দীপঙ্কর সরকার


জীবন বন্দনা 


আলোর ইশারা ওঠে নড়ে ধাতব অক্ষর জুড়ে
কাল ঘুম, দিবা অবসানে রাত্রি ফের জেগে থাকে
একা। হাওয়াও ফেরারী তখন সমুদ্র গর্জনে কাঁপে
বনবীথি। নির্জন সৈকতে ঢেউয়ের উন্মাদনা।

দু-একটি নিশাচর অশনি সংকেত দেয় ফুলেদের
সৌরভে কূট গন্ধ ভাসে, এমন দেউলেপনা জানি
বিরল দৃষ্ট আজ। তবু তবু তো উত্থান পতন নিয়েই
টিকে থাকতে হয় আবারও গেয়ে ফিরি জীবন বন্দনা।

শব্দ যাপন


প্রচারে বিমুখ আমি ফটোশুটে অনভ্যস্ত 
আছে কেবল অসম্ভব পাগলামি। কাগজ
কলম পেলে দুপাতা খরচ করি শব্দ শব্দ
খেলি, হাওয়ায় হাওয়ায় ওড়াই যাবতীয়
ধুলোবালি।

দুহাতে আঁক কাটি ছাপাছাপি হয়, মুদ্রণে
প্রমাদ থাকে কিছু , মনে মনে দিই গালাগালি।
সম্পাদকের উদ্দেশে খিস্তি খেউড় ছড়াই
যথারীতি।

তবুও শব্দযাপন চলে আমি সেই অক্ষর
বিলাসী! কখনও নীলিম শূন্যতায় দিই টান--
'এ গাঁজাকা দম হ্যায় ' বলে ঝাঁপাই নদীতে
আবারও কাগজে কলমে ঘটাই সখ্যতা নষ্ট
ফাজলামি।


===============

দীপঙ্কর সরকার
কাঁঠাল পুলি
(সিংহের হাটের কাছে)
চাকদহ
নদীয়া
৭৪১২২২

No comments:

Post a Comment