কবিতা ।। মৃত্যুযোগ ।। পিন্টু ঘুঘু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, September 20, 2023

কবিতা ।। মৃত্যুযোগ ।। পিন্টু ঘুঘু

মৃত্যুযোগ

পিন্টু ঘুঘু 


রাত ভেঙ্গে দু'টুকরো হয়ে যায়
ভীষণ মাথার যন্ত্রণায় ।
অতীত ইতিহাস 
ফিরে পায় পুনরুজ্জীবন ।

আমি যাকে ভালোবেসে পালিয়ে যেতে চেয়েছিলাম 
দূরের কোন গ্রামে ।
সে দিনশেষে প্রশ্ন করেছিল ?
জীবনের যোগ বিয়োগ আর যোগ্যতা নিয়ে !

আজ তার চোখে হাহাকার দেখি
আর আমার হাসি লুকিয়ে যায়
অমাবস্যার রাতের নিস্তব্ধতায় ।

=============

পিন্টু ঘুঘু 
নগেন্দ্রপুর, রায়দিঘী
দক্ষিণ ২৪ পরগণা
পিন - ৭৪৩৩৮৩

No comments:

Post a Comment