কবিতা ।। মানবতা ।। সুব্রত সুন্দর জানা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, September 20, 2023

কবিতা ।। মানবতা ।। সুব্রত সুন্দর জানা

মানবতা

সুব্রত সুন্দর জানা

 


কেউ বা মাঠে ফসল ফলায়

        করতে জোগাড় ভাত,

কেউ বা গড়ে অট্টালিকা

        কেউ বা বোনে তাঁত।

 

কেউ বা করে শি‌ক্ষকতা,

        কেউ বা ব‌্যারিস্টার—

কেউ বা করে রোগীর সেবা

        সেবিকা, ডাক্তার।

 

ভিন্ন ভাষা ভিন্ন দেশ

        ভিন্ন ভিন্ন সাজ,

কেউ ছোট নয় কেউ বড় নয়

        ভিন্ন কেবল কাজ।

 

বিশ্ব জুড়ে আমরা থাকি‌

        আমরা বিশ্ববাসী—

মানবতার টানে সবাই

        কাছাকাছি আসি‌।

 

মানবতার বার্তা নিয়ে‌
        যুগে যুগে যাঁরা

এই ধরাতে জন্ম নিলেন

        বরণীয় তাঁরা।

 

তাঁদের পথে চলবো সবাই

        করবো না কেউ ভয়—

মানবতার মন্ত্র নিয়ে‌

        করবো বিশ্ব জয়।


        -- ০ --


সুব্রত সুন্দর জানা

গ্রাম ও পোঃ- গণেশনগর

থানা – কাকদ্বীপ

জেলা – দঃ ২৪পরগনা

পিন নং- ৭৪৩ ৩৫৭


No comments:

Post a Comment