কবিতা ।। আমি যে রাধা ।। মহা রফিক শেখ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 18, 2023

কবিতা ।। আমি যে রাধা ।। মহা রফিক শেখ

আমি যে রাধা

মহা রফিক শেখ 


কোন এক বৈশাখী বিকালে
 ঝড় উঠুক মনে,
 প্লাবনে ভাসুক ভালোবাসা ....
হৃদয়ের কোণে।
উষ্ণতায় ঝরে পড়ুক
লাজুক প্রেমবারি,
চুম্বনে ব্যস্ত ওরা
 শুক ও সারি।
আসুক রুক্ষ হওয়া
 আসুক যত বাধা,
 তুমি তবে কৃষ্ণ
 আমি যে রাধা।
 
=========== 

 
মহা রফিক শেখ,  মহিসার, খড়গ্রাম,মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ -742147

No comments:

Post a Comment