কবিতা ।। দীঘি ।। প্রদীপ্ত সামন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, September 20, 2023

কবিতা ।। দীঘি ।। প্রদীপ্ত সামন্ত


দীঘি

প্রদীপ্ত সামন্ত


দীঘির পাড়ে ক্ষইছে  লাল বেলে মাটির স্তর
আঁকা বাঁকা গাছের ছায়া উল্টো করে ঘর।
শান্ত জলে হালকা চুমো বাতাস দিয়ে যায়
তির তিরিয়ে ঢেউগুলো সব লাগছে গায় গায়।
তাল তমালের সারির সাথে ঘাস ঝোপ বন লতা
গল্পে মাতে পরস্পরে কইছে কত কথা!
সাপ নেউলের যুদ্ধ বাঁধে দেখবার সে লড়াই
দূরের মাঠে উঠছে বেড়ে মুগ খেসারির কড়াই।
শ্যাপলা ঝাঁঝি লাল শালুকে বড়ই মনোহর
দীঘির মাঝে ছোট্ট ভূমি ভুবন ডাঙ্গার চর ।

  
                ***************

 প্রদীপ্ত সামন্ত
ফ্ল্যাট নং 207, দুর্গেশ এপার্টমেন্ট
পাকুড়তলা, আন্দুল রোড
পোস্ট- দুইল্যা, হাওড়া 711302



No comments:

Post a Comment