Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

রম্যগল্প ।। হারাধন পোল্লে ।। মাখনলাল প্রধান

হারাধন পোল্লে

মাখনলাল প্রধান

             
ডাক্তার বোসের চেম্বার । খুব বড় ডাক্তার হলেও এটা তাঁর পাড়ার চেম্বার । রোগীর উপস্থিতি কম নেই । তারা কাছাকাছি এলাকার । সকলেই প্রায় চেনা । একগাদা লোকের মাঝে এসে ধপ করে বসে পড়ল হারাধন পোল্লে । একটু অন‍্যমনস্ক হয়েছে কম্পাউডার , অমনি সুড়ুৎ করে একেবারেই ডাক্তারের সামনে এসে হাজির ।
কম্পাউডার এসে কানে কানে ডাক্তারকে কিছু বলে গেল । তারপর
- কী রে হারাধন , ব‍্যাপারটা কী ? একেবারে গা ঘেঁষে বসলি যে আমার ? সরে বস ।আমার ড্রয়ার আছে ওখানে । টাকা পয়সা সব আছে ।
হারাধন যেন হালে পানি পেল- না ডাক্তার বাবু , আমি তোমার ড্রয়ার নিয়ে কী করব ।
- তোর নামে কম কিছু তো শুনিনি ।
-তাইলে সব তোমারে বলতে হবে ডাক্তার বাবু , কী শুনেছেন বলুন ।
-এইমাত্র খবর পেলাম , তুই নাকি চ‍্যাটার্জিদের লাউ চুরি করেছিস ?
- মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা । ওরা দেখেছে আমাকে চুরি করতে ? বলতে পারবে ? শুধু শুধু মিথ্যা কথা বলে ।
- দেখেছে তো । তুই লাউ নিয়ে পালিয়ে যাচ্ছিলি ।
-নিয়ে আমি যাচ্ছিলাম ঠিকই । কিন্তু চুরি আমি করিনি ।
ডাক্তার চেঁচিয়ে ওঠে- ফের মিথ্যে কথা । তাহলে চুরিটা করল কে শুনি । তুই লাউ নিয়ে পালাচ্ছিলি , আর চুরি করল রাম দাস । মিথ্যাবাদী  !
- সত্যি বলছি ডাক্তার বাবু , আমি--
- তাহলে কে চুরি করল , বল ।
-সে কথা আমি বলব কেন ? যার চুরি হয়েছে সে চোর ধরুক ।
- তাহলে বোঝা গেল যে ,  তুই জানিস কিন্তু বলবি না ।
- আমি বলব কেন ? বললে তো হয়েই গেল ।
- বললে কী হবে ? বল না ।
- সব ধরা পড়ে যাবে ।
- ধরা পড়ুক । বিচার হোক । বল না । আমাকে বল , আমি কাউকে বলব না ।
- তুমি যখন বলছ , তখন বলতে আপত্তি নেই । বলেই ফেলি ।
-হ‍্যাঁ হ‍্যাঁ, বলে দে ।
মাথা চুলকে আমতা আমতা করে  বলল -আমি চুরি করিনি ডাক্তার বাবু ওসব আমি কোনোদিন করিনি । ছি : মন্দ কাজ ! যত নষ্টের গোড়া ,আমার এই হাত ।
-তোর হাতে কী হল ? দেখি ?
- সেজন্যই তো আসা গো , ডাক্তারবাবু !
- হাতে কী হয়েছে ? ও লাউ চুরি করতে গিয়ে হাতে --
- আজ্ঞে মোটেই না । এই , হাতই  সুড়ুৎ করে লাউটাকে কেটে আমাকে ধ‍রিয়ে দিয়েছে । আমি নিয়ে চলে এসেছি ।
- অ্যাঁ ! তোর হাত এত বড় চোর । বলিস কী !
-সেজন্যই তোমাকে দেখাতে এসেছি গো । এর একটা চিকিৎসা করুন না । কী রোগ এটা  ? দেখুন তো কী কান্ড করে ব‍্যাটা । আর লোক আমাকে দোষ দেয় । আমার না মাঝে মাঝে খুব কাঁদতে ইচ্ছে করে ।
-কাঁদতে ইচ্ছে করে, সে ভালো কথা ‌।কাঁদা খুব ভালো কাজ ।
-এই দেখুন না সেদিন , রাকেশের সাইকেলের হাওয়া খুলে দিল । বেচারা হাটে যাচ্ছিল , তার আর যাওয়া হল না ‌।
- তার মানে গত পরশু আমি গোস্বামী বাড়িতে রোগী দেখতে ঢুকে ছিলাম । আমারও  বাইকের হাওয়া হঠাৎ দেখলাম নেই । ভাবছিলাম লিক হয়ে গেছে কখন । এখন বুঝলাম তোর কাজ ।
- না না , আমি না । এই এই হাত , হতে পারে , হতে পারে । ওকে বিশ্বাস নেই । তবে আমি সঠিক বলতে পারব না । অতদূর চোখ যায় না । তাছাড়া কে কী করল-
- ব‍্যাটা বড্ড সেয়ানা । তিনি লাফিয়ে উঠে একটা কিছু খুঁজলেন তারপর- বল আর কী করেছিস ?
-আমি কিছু করিনি ডাক্তার বাবু । মা কালীর দিব‍্যি !
না না , তুই না , তোর হাত ।
একগাল হেসে বলল -ঠিক ধরেছেন । এতক্ষণে আপনি ঠিক বুঝতে পেরেছেন ।
- তারপর আর কী-
- ওই তো ওই আর কী । ও হ‍্যাঁ , একদিন হাটে একটা মাছ নিতে গিয়ে কখন দুটো মাছ ব‍্যাগে তুলে নিয়েছে ।
- ছি : ! ছি :! ছি : ! এটা একেবারে ছোটোলোকের কাজ ।
মুখ কাঁচুমাচু করে হারাধন বলল- সে কথাই তো বলছি । আপনি বলুন । কী করম ছোটোলোকের কাজ ।
-ছি : !
-আর সেদিন রতনকে কষে একখানা চড়--
-তুই তো মস্তান রে !
- হ‍্যাঁ ,সে কী মারামারি !।আমি কাকে থামাব বলুন । ও মারতে তো  , এ মারতে যায় । এক হাতে একে টেনে ধরতে গেলে ও মেরে দেয় ।ওকে ঠেকাতে গেলে এ চালিয়ে দেয় । সে কী লঙ্কাকান্ড । নেহাত রতন খুব সাহসী ছিল না , তাই বাঁচোয়া ।
- তুই দেখছি রাস্তায় মস্তানি শুরু করে দিবি ক'দিন পরে ।
- আর বলেন কেন । এই যে গত সপ্তাহে  ঝন্টু বসাকের সঙ্গে হয়ে গেল এক চোট ।  তার টাকে খামোখা তবলা বাজিয়ে দিল । সে বেচারা লাফিয়ে উঠে আমাকে দিল এক চড় কষিয়ে । আমি কি ছাড়তে পারি ? চলল দুমাদুম ।-তুই গালে হাত লাগালি  কেন বল ? যে করেছে তাকে বলতে পারিস না । হাত হল দোষী আর তুই গালে-
- হ‍্যাঁ তো  একদম সত্যি । ভীষণ ভুল করেছে । জানে না বোকা হাঁদা । আর কী করেছে বল ?
- করেছে তো অনেক কিছু । সব কী মনে পড়ে নাকি সব সময় বলা যায় । এমনিই আমি নির্বিবাদী লোক । কারও সাতে-পাঁচে থাকি না । হল কী খেতে বসে বউর ভাগের মাছ হঠাৎ উধাও হয়ে গেল । সে কী অবস্থা ! শেষ পর্যন্ত আমিই আমার ভাগেরটা তুলে দিলাম ।-,আমি তো কত খাই । তুমি খাও, খাও খাও । সারাদিন কত খাটাখাটনি কর ।
- তুই বউকে এত ভালোবাসিস ? তোর কত চওড়া বুক রে ।
- বাসি না আবার । প্রায় দিন তো বউর মাছটা আমাকেই খেতে হয় ।-
-তারপর-
-তারপর -তারপর- ও হ‍্যাঁ , সেদিন ট্রেনের মধ্যে জানেন এক ভদ্রমহিলার মানি ব‍্যাগ চু্রি হয়ে গেল । 
- অ্যাঁ , তুইই পকেটমার ! -চোর ! বেরো এখান থেকে , বেরো বলছি ।
- আহা-হা । শোনো তো । শুধু চিৎকার করেন । আগে শুনুন । শেষে আমিই আবিষ্কার করলাম যে ওটা আমার হাতেই আছে । চুরি যায় নি ।
-ভদ্রমহিলা কী বললেন ।
-কী আর বলবেন ।বললেন-ভাগ‍্যিস আপনি ছিলেন ।  কাছাকাছি বাড়ি হলে অন্তত স্টেশনের কাছে হলে লোক ডেকে সম্বর্ধনা দিতাম ।
-হা-হা-হা ! তোর তুলনা নেই রে হারা  !
-তুলনা করতে হবে না । এর একটা বিহিত করূন । এমন চিকিৎসা করবেন যাতে আমাকে না এসব  শুনতে হয় ।
-হ‍্যাঁ , ঠিক বলেছিস । একটা পার্মানেন্ট ব‍্যবস্থা ।
- ঠিক ঠিক । পার্মানেন্ট ব‍্যবস্থা ।
-,শুধু ছোট্ট একটা অপারেশন , ব‍্যাস ! সব পার্মানেন্ট ব‍্যবস্থা হয়ে যাবে । হাতটা কেটে বাদ দিয়ে দেব ।
-অ্যাঁ , হাতটা বাদ--আমার হাত গেলে কাজ করব কী করে ? না না তা হবে না ।
- ওটাই একমাত্র উপায় ।এ ছাড়া আর কোনো ঔষধ নেই ।
-কেন ইনজেকশন দিয়ে করা যায় না ?
-ওই প‍্যারালাইসিস রোগীর মতো ঝুলবে । সেটা দেখতে খুব কি খারাপ লাগবে না ?
-কেন হাতের চরিত্রটা বদলে দেওয়া যায় না ?
- হাতের আবার চরিত্র হয় নাকি ?
-কেন ? এই যেমন আপনার হাত । কেমন হাত বাড়িয়ে রোগীর রোগ ধরে ফেলেন ।
-ওটার জন্য একজন্ম অপেক্ষা করতে হবে । এ জন্মে বাদ দিলে পরজন্মে চরিত্রবান হাত গজিয়ে যাবে । সেজন্যই তো বাদ দেওয়া দরকার ।
- রক্ত পড়বে না তো ? আমার আবার রক্ত দেখলে মাথা ঘোরে ।
-মাথাটা অন্য দিকে ঘুরিয়ে রাখলেই হল ।
-ব‍্যথা লাগবে না ?
- তা একটু লাগবে । দশদিন বিছানায় শুয়ে থাকবি , তাহলে সব ঠিক হয়ে যাবে ।
-যন্ত্রণা করবে না তো ?
-করবে করবে । সেটার থেকে বড় কথা হাতের চরিত্র বদল ।
-তাহলে থাক ।
-তার মানে তুই এতক্ষণ আমার সময় নষ্ট করে এখন বলছিস থাক । তার মানে তুই আবার কারও গায়ে পায়ে পকেটে হাত দিবি  ।
-না না , হাত আমি কাটতে পারব না । আমার হাত ও আমি নিজে বুঝে নেব । আপনাকে চিকিৎসা করতে হবে না । চরিত্র শুধরাতে পারেন না আর কি চিকিৎসা করবেন । লোকে আপনাকে বড় ডাক্তার বলে কেন বলুন তো ?
-আমি তো সব কেটে বাদ দিয়ে চিকিৎসা করি তাই ।
-বুঝেছি আপনি কিছুই পারেন না । শুধু কাটেন । চরিত্র বদলাতে পারেন না ।
- পারি রে পারি । এমন একটা ওষুধ দেব না ,  রাতে খেয়ে ঘুমোবি , সকালে দেখবি তোর চরিত্র , তোর শরীর একদম পাল্টে গেছে । কেউ ছুঁয়েও দেখবে না । বরং জনা চারেক বন্ধু এসে তোকে কাঁধে তুলে নিয়ে চলে যাবে । কেউ মারবে না , গালি দেবে না , বরং অনেকেই তোর জন্য কাঁদবে ।
- না , আমি আপনার ওষুধ খাব না ।
- খাবি না তো খাবি না । কন্সালট‍্যান্সি ফি দে পাঁচ শো টাকা ।
-টাকা, এই নাও না । টাকা দিল । টাকা হাতে নিয়ে ডাক্তার চমকে উঠল ।
-এ টাকা তুই কোথায় পেলি ?
-কোথায় ছিল আবার । আমি ছেপেছি ।
ডাক্তার ড্রয়ার টেনে দেখে বললেন । আমার এখান থেকেই তুই চুরি করে ছিস ।
-টাকাটা কী আপনি ছেপেছেন ? নাকি টাকায় আপনার নাম লেখা আছে ?
-আমার টাকা চুরি করলি ? হায়-হায়-হায়-
-আপনি আমাকে একটা কথাও বলবেন না । আমি আগেই বলেছি, আপনাকে সাবধান করে দিয়েছি । আমি কারও  জিনিস নিই না । আমি এ বিষয়ে ভীষণ সচ্চরিত্র ।
-নিকুচি করেছে তোর সচ্চরিত্রের । আমি তোর হাত কেটে নেব । শয়তান-
-আমার হাত কাটলে আমি আপনার নাক কেটে নেব ।
হারাধনের হাতে কাঁচি দেখে ডাক্তার চমকে ওঠে । - আবার ওটা বের করেছিস ।  দে আমার কাঁচি দে ।
-কী আব্দার ! আমার কাঁচি । স্ট‍্যাম্প মারা আছে নাকি? বলুন বলুন । মিথ্যা কথা । আমার অমন সুন্দর জাদুকরের মতো হাতটাকে কাটতে চান । আমি এখন আপনার হাত কেটে দেব ।
ডাক্তার রেগে গিয়ে চিৎকার করে বলে- কাঁচিটা দে হারা ।
-কেন পাঁচশো টাকা ভিজিট দিলাম কী এমনি এমনি । তাহলে আমার টাকা ফেরত দিন ।
-তুই তো বড্ড পাজি । বেরোও এখান থেকে । এই মুন্না একটা লাঠি নিয়ে আয় তো ।
- একটা কাঁচির মায়া ছাড়তে পারছেন না । এত কিপটে মানুষ আমি আজও দেখিনি । এই নিন আপনার কাঁচি আমি চললাম । গোঁফ কাটার খুব অসুবিধা হচ্ছিল । যাক, অন্য কোথাও দেখি ।
 
===================
 

 
মাখনলাল প্রধান
সুকান্ত পল্লী, বোড়াল , কল : 700154

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত