ছড়া ।। বৃষ্টি এলে ।। কাজী সামসুল আলম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, September 20, 2023

ছড়া ।। বৃষ্টি এলে ।। কাজী সামসুল আলম

বৃষ্টি এলে

কাজী সামসুল আলম



মেঘ করে ঘোর বৃষ্টি নামে

সূয্যি গেল উবে

ঝম ঝমা ঝম টাপুর টুপুর

আঁধার ঘনায় পুবে।

 

কচু পাতায় টুপ টুপা টুপ

গোয়ালঘরের চালে

বৃষ্টি ভিজে জোড় শালিকে

কাঁপছে গাছের ডালে।

 

পদ্মপাতায় জল টলমল

শালুক নোওয়ায় মাথা

ভিজছে কৃষক ধান জমিতে

নেইকো মাথায় ছাতা।

 

কই শিঙি শোল উঠছে ডাঙায়

উজান বেয়ে মাঠে

ছাগল গরু বন্দী ঘরে

শুকনো জাবর কাটে।

 

 ===================

কাজী সামসুল আলম, 

হলদিয়া

পূর্ব মেদিনীপুর


 

No comments:

Post a Comment