কবিতা ।। রাখী ।। রামপদ মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, September 20, 2023

কবিতা ।। রাখী ।। রামপদ মণ্ডল

রাখী    

রামপদ মণ্ডল


এই রাখীটাই  পরিয়ে দেব,  সৃষ্টিকর্তার  হাতে,
ভক্তিভরে  প্রণাম করলে  তুষ্ট  হবেন  তা'তে ।
               তার পরে তাঁর চরণ 'পরে -
               জগৎ মাঝে  আপন করে
সকল জাতির  রেখো ধ'রে,   বলব  আমি  তাঁরে,
সবাই সবার ভাই বোন বোধ,ভাবুক একটি বারে।

আর যে রাখী  পরাবো আজ  বাবা এবং  মা কে,
সেই রাখীটাই  প্রাণে আনে   শ্রদ্ধা ভক্তি  টা কে ।
                বাবা  মায়ের   চরণ  ধরি
                বুকের মাঝে আদর করি
বলব আমি  যেন পারি,   সবার  ভালোবাসতে,
সবার দুঃখে  পাশে থেকে,   সৃষ্টি সুখে  হাসতে ।

রঙিন রাখী ভাই বোনেদের পরিয়ে আমি দেব,
ভালোবেসে  আদর  করে  কোলে  টেনে  নেব ।
               তাদের  মুখে   ফুটবে  হাসি,
               মোহন মুখ সব চাঁদের রাশি,
চাঁদের  হাটে  চাঁদ  কপালে   সবার  চুমু  খাব,
আরও  কিছু  রাখী  নিয়ে   সবার  বাড়ি  যাব ।

পথে যারা  ভিক্ষা  করে,  কেউ বা বাসন  মাজে,
জন খাটে কেউ ফেরি করে,থাকেন নানা কাজে।
                  সবার  হাতে  দেব  রাখী
                  আপন হাতে, সঙ্গে থাকি
রইবে  যারা   আরো  বাকি  সবার  দেব  হাতে,
ফুলের মতো  সবার মুখে  হাসি ফোটে  যা-তে ।

--------------

ডাঃ রামপদ মণ্ডল, বারুইপুর ।

No comments:

Post a Comment