Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

ফিল্ম আলোচনা ।। ছবি: সন্ন্যাসী দেশনায়ক ।। আলাপন রায় চৌধুরী

চলচ্চিত্র আলোচনা





ছবি: সন্ন্যাসী দেশনায়ক (২০২২)

আলাপন রায় চৌধুরী


নেতাজী সুভাষচন্দ্র বসুর দ্বিতীয় জীবনের বিভিন্ন ঘটনা দীর্ঘ গবেষণার মধ্যে দিয়ে এই ছায়াছবিতে তুলে ধরেছেন নির্দেশক অম্লান কুসুম ঘোষ। নেতাজীর আধ্যাত্মিক এবং সামরিক জীবনের কার্যকলাপগুলিও সংক্ষেপে উল্লিখিত হয়েছে। সিনেমার শুরু থেকেই নজরে পড়বে দক্ষ চিত্রায়নের সাহায্যে ক্যামেরা-বন্দী হওয়া শুটিং লোকেশনের সৌন্দর্য। তাই টিভি বা ল্যাপটপের থেকে হলে দেখলেই তথ্য-সমৃদ্ধ এই সিনেমাটি বেশি উপভোগ করা সম্ভব!

মূখ্য চরিত্রগুলিতে সবাই ভালো অভিনয় করেছেন। কিছু কিছু চরিত্রে বাস্তব জীবনের ব্যক্তিরাই ছিলেন, আবার কিছু চরিত্রে আজকের অভিনেতারা অতীতের বাস্তব চরিত্রের ভূমিকায় অভিনয় করেছেন- যাঁরা আজ বেঁচে নেই তাঁদের ভূমিকায়। আবার বিজয় নাগ, শক্তি সিংহ এবং তার বাবা যাঁরা নেতাজীর দ্বিতীয় জীবনে তাঁর সান্নিধ্য পেয়েছেন, তাঁরা এই সিনেমাতে আছেন স্বয়ং নিজেদের ভূমিকাতেই। এই কায়দাটি সিনেমাটিতে একটি নতুন মাত্রা জুড়েছে। মেহের আলী বলে একটি রূপক চরিত্রও আছে সিনেমাটিতে। শাশ্বত চট্টোপাধ্যায় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন চরিত্রটিকে।


বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জীও নেতাজী রূপে অনবদ্য- এক এক সময়ে মনে হচ্ছিল যেন উনি স্বয়ং দ্বিতীয় জীবনের নেতাজী বা গুমনামী বাবা! নেতাজীর সুবৃহৎ জ্ঞানভাণ্ডারের টানেও অনেকে যেতেন ভগবানজী-রূপী নেতাজীর কাছে- মুগ্ধ হয়ে থাকতেন সবাই। তার কিছু ঝলক দেখা গেল ছবির বেশ কয়েকটি দৃশ্যে। সনাতন ধর্মের একটা বড় অংশ জুড়ে যে প্রকৃতির আরাধনা বা বন্দনা, এই অতি গুরুত্বপূর্ণ ব্যাপারটিও শোনা গেল নেতাজীর মুখে। প্রাচীনকাল থেকেই এটা আমরা দেখে আসছি। সনাতন ধর্মের ভিত্তিই যে প্রকৃতি, এবং ধর্মের একটা বড় অংশ জুড়ে যে প্রকৃতি জড়িয়ে আছে, সেটাও বিস্তারিতভাবে উল্লেখ করেন তিনি। আজকের দিনে যখন প্রকৃতি সংরক্ষণ-এর প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি, তখন নেতাজীর এই বাণী আরও বেশি প্রাসঙ্গিক শোনায়। দেশের উন্নতির জন্য অস্ত্র-শাস্ত্র নয়, 'হিউমান ক্যাপিটাল'-এর প্রয়োজন, অর্থাৎ দেশের নাগরিকরাই যে দেশের আসল প্রাণশক্তি- এই গুরুত্বপূর্ণ বিষয়টিও ছুঁয়েছেন নেতাজী। এর সাথেই বাঙালী রান্নার সুখ্যাতিও শোনা গেল নেতাজী-রূপী ভিক্টরের গলায়।

এছাড়া সিনেমাটির একটি উল্লেখযোগ্য বিষয় হলো তার এডিটিং। এডিটিং-পারদর্শিতার ফলে আড়াই ঘন্টার সিনেমাটিতে এক মুহূর্তের জন্যেও টান-টান ব্যাপারটি নষ্ট হয়নি। যত্ন নিয়ে তৈরী এই চলচ্ছিত্রটি সবারই দেখা উচিত।

===সমাপ্ত===



 আলাপন রায় চৌধুরী,
 দমদম, কলকাতা- ৭০০০৬৫

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত