কবিতা ।। মনিবের ডাকে ।। সবুজ জানা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 18, 2023

কবিতা ।। মনিবের ডাকে ।। সবুজ জানা

 

মনিবের ডাকে

 সবুজ জানা


আমরা দিনমজুর দম্পতি 
কাকভোরে মনিবের ডাক আসার পর
সদ‍্য স্নান সেরে আমার পাশে বস আজ ও অনন্তকাল...
মাটির আঁচে গরম তেলে শুকনো লঙ্কা যখন স্বাদ ও গন্ধের পূর্ণতা পাচ্ছে
মুড়ি আর পেঁয়াজ নিয়ে অপেক্ষা করি...
চালে গোঁজা কাস্তে আর ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ার আগে
অবিন‍্যস্ত এলো চুল বেয়ে নেমে আসতে দাও জলের সোহাগ ভ্রুক্ষেপহীন ঠোঁটে 
প্রতিশ্রুতিরা সাগরের তল ছকে নেওয়া ভালবাসার জেলিফিস 
এমন করে ছুঁয়ে থেকো
সে ছোঁয়া যেন মুছে না যায় সারাটি দিন বিরামহীন...

আর একটু পরে আলো ফুটলে
সে মনিবের ডাক মাথায় রেখে 
এ সোহাগ ভুলে 
পিছুটিন খুলে 
বিজ্ঞপ্তিহীন মাথাগোঁজার এ ঘর খালি করে 
প্রতিদিনের মত তোমায় আমায় মিলে যেতে হবে 
যেতেই হবে
তবে আমাদের ফেরা আর না ফেরা মাঝে 
চিরকালই দাঁড়িয়ে থাকে সেই মনিব।


===============
সবুজ জানা
পাঁশকুড়া
পূর্বমেদিনীপুর


No comments:

Post a Comment