Featured Post
নিবন্ধ ।। ‘বিভা’ একটি তারার নাম ।। সবিতা বিশ্বাস
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
‘বিভা’ একটি তারার নাম
সবিতা বিশ্বাস
পৃথিবী থেকে ৩৪০ আলোকবর্ষ দূরে ঝিকমিক করছে একটা হলদে সাদা ক্ষুদে নক্ষত্র | সেই তারাটির নাম ‘বিভা’ |এই তারাটির নাম রাখা হয়েছে প্রথম বাঙালি মহিলা পদার্থ বিজ্ঞান গবেষক বিভা চৌধুরীর নামে, যাকে Homi J. Bhabha নিজে আহ্বান করেছিলেন বোম্বের (1949) টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে (TIFR)| বিভা নামের এই তারাটির যে গ্রহ বা এক্সোপ্ল্যানেট তার নাম রাখা হয়েছে সংস্কৃত শব্দ সন্তামাসা, যার অর্থ মেঘে ঢাকা | মেঘে ঢাকা প্রকৃতির কারণেই এমন নামকরণ হয় গ্রহটির |
বিভা চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন ১৯১৩ সালে, কলকাতায় |তিনি ছিলেন পিতা-মাতার তৃতীয় সন্তান |বিভা চৌধুরী যে সময় জন্মগ্রহণ করেন তখন ‘ডাক্তার-ইঞ্জিনিয়ার-কর্পোরেট’ হবার গড্ডালিকা স্রোত ছিলনা | শিক্ষার অর্থ ছিল সম্মান ও নির্ভেজাল জ্ঞানার্জন | বিভার ক্ষেত্রে বাড়তি পাওনা ছিল তাঁর পারিবারিক শিক্ষাগত ভিত্তি এবং উন্মুক্ত পরিবেশ |
তাঁর বাবা ছিলেন হুগলি জেলার ভান্ডারহাটি গ্রামের জমিদার পুত্র প্রখ্যাত চিকিত্সক বঙ্কুবিহারী চৌধুরী |বিভার মা ব্রাহ্ম পরিবারের মেয়ে হবার কারণে বঙ্কুবিহারীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় | ফলে তিনি কলকাতার ব্রড স্ট্রিটে বসবাস করতে শুরু করেন | বঙ্কুবিহারীর পাঁচটি কন্যা ও একটি পুত্র সকলেই অত্যন্ত মেধাবী ছিলেন | বিভার বড়দি রমা চৌধুরী ছিলেন ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা, বোন লীলা চৌধুরী ছিলেন যাদবপুর বিদ্যাপীঠের শিশু বিভাগের প্রধান | সব থেকে ছোট বোন উমা চৌধুরী ছিলেন সোস্যাল সাইকোলজিতে পি. এইচ.ডি |তাঁর মাসি ছিলেন নির্মলা দেবী, তিনি প্রখ্যাত চিকিত্সক স্যার নীলরতন সরকারকে বিয়ে করেছিলেন | জগদীশ চন্দ্র বসুর দূর সম্পর্কের আত্মীয়া ছিলেন বিভা চৌধুরী |
বিভা বেথুন স্কুলের পাঠ শেষ করে সিটি কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক হন | এরপর 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন | 1934-1936 কলকাতা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী ছিলেন বিভা, যিনি এম এস সি ডিগ্রী অর্জন করেন | এরপরে বিভা কাজ শুরু করেন বসু বিজ্ঞান মন্দিরে | সেখানে দেবেন্দ্র মোহন বসু ওরফে ডি এম বসুর সঙ্গে কাজ করেন | কিন্তু এই কাজ শুরু করা সহজ ছিলনা | কারণ ডি এম বসু তাঁকে বলেছিলেন কোনো মহিলাকে দেবার মত কাজ তাঁর হাতে নেই | তবে হাল ছাড়েননি বিভা, অবশেষে ডি এম বসুর অধীনে মহাজাগতিক রশ্মি নিয়ে গবেষণার কাজ শুরু করলেন | বিভা চৌধুরীর আগে কোনো বাঙালি মহিলা আধুনিক বিজ্ঞানে গবেষণা করেননি |
বসু বিজ্ঞান মন্দিরে ক্লাউড চেম্বার বা মেঘ কক্ষে মহাজাগতিক রশ্মি নিয়ে গবেষণা করতে গিয়ে মহাজাগতিক কণার ভর নির্ণয়ে সমস্যা হচ্ছিল | সেই কারণে এই যন্ত্র বেশি ব্যবহার করা যেতনা | বিভা এর বিকল্প খোঁজার চেষ্টায় ছিলেন | বিকল্প পথের সন্ধান পেয়েছিলেন মারিয়েটা ব্লাউ নাম একজন বিজ্ঞানী | সেই উপায়টি ভারতে এসে বলেছিলেন বোথে ও টেলর | একথা শুনে বসু বিভাকে বলেন কাজটা এগিয়ে নিয়ে যেতে | তার পরেই ফটোগ্রাফিক প্লেট ব্যবহার করার সিদ্ধান্ত নেন বিভা চৌধুরী |
এই প্লেটে মহাজাগতিক রশ্মি এসে পড়লে প্লেটে থাকা আয়োডাইড সিলভার অর্থাৎ রুপো ও আয়োডিনে ভেঙে তা রুপোর প্লেটে আটকে যায় | এই বিন্দুগুলো দেখলে বোঝা যায় মৌলিক কণা কোন পথ দিয়ে গিয়েছে | ডক্টর বসু এবং বিভা প্রথম দেখলেন যে কতটা পথ বাঁকল তা পরিমাপ করে তা থেকে কণার ভর নির্ণয় করা সম্ভব | তারা বললেন ভারী কোন কণা একসঙ্গে বেশ কয়েকটি সিলভার আয়োডাইড অণুকে ভেঙে দেয় বলে বেশি রুপো মুক্ত করে|
ফলে রুপোর বিন্দুগুলো ঘন অবস্থায় জমে থাকে | এভাবে বিন্দুর ঘনত্ব আর কতটা পথ বেঁকে গেছে তা দেখে কণাটার ভর নির্ণয় করা যায়|
1941 সালে বিভা চৌধুরীর প্রথম গবেষণা পত্রটি “studies in neuclear disintegration by the photographic plate method- 1. Disintegration of samarium nucleus by cosmic rays”. নেচার পত্রিকায় প্রকাশিত হয়|
বায়ুমন্ডলের বাধার কারণে মাটির কাছে মহাজাগতিক রশ্মি কম আসে | তাই গবেষণার জন্য ফটোগ্রাফিক প্লেটগুলোকে উচ্চ জায়গায় নিয়ে গিয়েছিলেন | এই পরীক্ষাটি হিমালয়ের সান্দাকফুতে ১৯৩৮ সালের মে মাসে 3600 মিটার উচ্চতায় হাফ টোনইলফোর্ড প্লেট ব্যবহার করে করা হয়েছিল | ট্র্যাকের দৈর্ঘ্যের পরিমাপ থেকে সামেরিয়াম নিউক্লিয়াসের বিচ্ছিনতা শক্তি গণনা করা হয়েছিল 13MeV | মেসোট্রন (মেসন) এর ভর পরিমাপের জন্য দার্জিলিং (7000 ফুট), সান্দাকফু(12000 ফুট) এ পরীক্ষা করা হয়েছিল| ভুটানের ফারিজং সীমান্তে(14000 ফুট) ইমালসন প্লেট ব্যবহার করে পরীক্ষা করেছিলেন| কিন্তু দুই ধরণের কণা ‘মিউয়ন’ ও ‘পায়ন’ এর ভরের তফাত করতে পারেনি তারা| হাফটোন প্লেট ব্যবহার করায় ভর নির্ণয় সঠিক ছিলনা| মেসোট্রনের ভরের মান 149 থেকে 265 meর মধ্যে পরিবর্তিত হচ্ছিল| সঠিক ভর পরিমাপের জন্য দরকার ছিল ফুলটোন প্লেট| কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ওই প্লেট ব্যবহার করতে পারেননি বিভারা| পরবর্তীকালে গবেষকরা জানতে পারেন, বিভারা পায়নের কথা ভেবেছিলেন| সেই পায়ন প্লেটে ধরা দিলেও বিভাদের পরীক্ষায় ভর একেকবার একেকরকম আসছিল| ফলে আলাদা করে চিনতে পারেননি তারা| যে কারণে প্রকাশিত প্রবন্ধে পায়নের কথা লেখেননি| পরে 1947 সালে ব্রিটেনের সেসিল পাওয়েল ফুলটোন ফটোগ্রাফিক প্লেট ব্যবহার করে সাফল্য পান| বিভাদের পদ্ধতি অনুসরণ করে আরো উন্নত গবেষণা চালিয়ে 1950 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান পাওয়েল| তাঁর নোবেল পুরস্কারের পিছনে বিভাদের কাজ ও ছিল|
নোবেল পুরস্কার পেতে পারতেন বিভা | কিন্তু তা হয়নি, তবে তা না হলেও পদার্থবিদ্যায় বিভার অবদানে এতটুকুও ভাঁটা পড়েনি | একটা সন্দেহ থেকে যায়, সব কিছু ঠিকঠাক থাকলেও বিভা কি নোবেল পেতেন? গবেষকদের মতে নোবেল পেলে ডি এম বসুই পেতেন, কারণ পরিকল্পনাটা তাঁরই ছিল| তবে পদার্থবিদ্যায় বিভার অবদান যে অপরিসীম তা স্বর্ণাক্ষরে লেখা আছে ইতিহাসে|
বাঙালি মহিলা বিজ্ঞানী বিভা চৌধুরীকে সম্মান জানাতে ‘প্যারিসের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন’ তাঁর নামে একটি নক্ষত্রের নাম রেখেছে | নক্ষত্রটির আগের নাম ছিল এইচ ডি ৮৬০৮১ | নক্ষত্রটির নামকরণের জন্য সব দেশকে আহ্বান করা হয়েছিল | ভারতের দেওয়া ‘বিভা’ নামটি অনুমোদন পায় |
1944 সালে বসু, বিভা, এবং সিনহা মেসনের গুণিতক এবং ‘মেসনগুলির ক্যাসকেড উত্পাদন’ হওয়ার জন্য ফ্রিকোয়েন্সি বন্টন বক্ররেখা পর্যবেক্ষণ করেছিলেন | বিভার গবেষণা আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্প্রদায় দ্বারা স্বীকৃত ও প্রশংসিত হয়েছিল | বিভা খুবই সৌভাগ্যবান, 1944 সালে ম্যানচেস্টার স্কুলে পিএমএস ব্ল্যাকেটের গ্রুপে কাজ করেছিলেন দুই মহাজাগতিক রশ্মি বিজ্ঞানী এল. জানোসি এবং ডেজি উইলসনের সঙ্গে | 1949 সালে তিনি Ph.D থিসিস জমা দেন “Extensive air showers associated with penetrating particles” শিরোনামে | তিনি শোষক হিসাবে লোহা এবং সীসার সাথে “বিস্তৃত বায়ু ঝরনার ঘনত্বের বর্ণালী” অধ্যয়নের জন্য কাকতালীয় কৌশল ব্যবহার করেছিলেন | তাঁর থিসিসের ফলাফল নেচারে প্রকাশিত হয় এবং তিনি বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেন | 1952 সালে বিভা চৌধুরী ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন |
দ্য ম্যানচেস্টার হেরাল্ড নামে একটি স্থানীয় পত্রিকা ডক্টর চৌধুরীর গবেষণা কর্ম ও সাক্ষাত্কারকে “MeetIndian’sNewWomanScientist—Shehasaneyeforcosmicrays” নামে প্রকাশ করে | সাক্ষাতকারে ডক্টর চৌধুরী তত্কালীন সময়ে মেয়েদের বিজ্ঞান বিষয়ে পড়াশোনা সম্পর্কে বলেন –
“মেয়েরা পদার্থবিজ্ঞান সম্পর্কে আতংকিত – এটাই সমস্যা | এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশে কম সংখ্যক মহিলা পদার্থবিজ্ঞানী রয়েছেন | ভারতবর্ষে ও ইংল্যান্ডে যে কজন পদার্থ বিজ্ঞানবিদ আছেন এক হাতের আঙ্গুলে তা গণনা করা যায় | নারীরা রসায়নশাস্ত্রের উপর বেশি ঝুঁকিয়া পড়েন | পদার্থবিদ্যার জন্য অঙ্কশাস্ত্রের উন্নততর জ্ঞান থাকা প্রয়োজন | সম্ভবত : এই কারণেই পা বাড়ান না | এবং এই কারণেই নারীরা পদার্থবিজ্ঞানে ভয় করিয়া থাকেন” |
1949 সালে হোমি ভাবা তাঁর Ph.D র সুপারিশে তাঁকে TIFR এর কসমিক রে গ্রুপে যোগদানের জন্য আমন্ত্রণ করেন | তাঁর সুপারভাইজার ছিলেন জেজি উইলসন | তিনি কোলার গোল্ড ফিল্ডে TIFR দ্বারা পরিচালিত নিউট্রিনো পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন | 1950 সালে বিভা একটি পাল্টা হোডোস্কোপ ব্যবস্থার মাধমে কণার উপস্থিতির প্রমাণ দেয় যা 15 সেন্টিমিটারের নীচে, দুই বা ততোধিক সেকেন্ডারী সহ ঝরনা তৈরী করতে পারে | তার ফলাফল ক্লাউড চেম্বার দ্বারা নিশ্চিত হয়েছিল | 1957 সাল পর্যন্ত বিভা TIFR এ কর্মরত ছিলেন | বিভা চৌধুরী ছিলেন টাটা ইনস্টিটিউটের প্রথম মহিলা গবেষক | টাটা ইনস্টিটিউটে থাকাকালীন ১৯৫৫ সালে তিনি ও প্রফেসর সুকুমার বিশ্বাস ইতালির পিসায় অনুষ্ঠিত প্রাথমিক কণা সম্পর্কিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছিলেন | তার আগে 1954 সলে মিশিগান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে একজন পরিদর্শক প্রভাষক হিসেবেও তাঁর সংক্ষিপ্ত বক্তব্য রেখেছিলেন |
1957 সালে বিভা চৌধুরী TIFR ত্যাগ করে গবেষণার কাজের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সফর করেন | ফিরে এসে তিনি PRL আহমেদাবাদে যোগ দেন | কিন্তু তাঁর গবেষণার কাজে সুবিধা না মেলায় তিনি ১৪ বছর নিজেকে সরিয়ে রেখেছিলেন | তিনি Ph.D র ছাত্র Y. C. Saxena কে গাইড করেছিলেন | Saxenaবিভার পড়ানো এবং তাঁর জ্ঞানের গভীরতায় পঞ্চমুখ ছিলেন | তিনি বিভার কাছে ফরাসী ভাষাও শিখেছিলেন | 1970 সালে বিভা চৌধুরী Y. C. Saxena র সাথে নিয়ন ফ্ল্যাশ টিউব টেকনিকের সাহায্যে মিউয়ন অফ এনার্জি ≥150 GeV এর বৈশিষ্ট্যগুলি যেমন (বহুত্ব, পরম সংখ্যা এবং কৌণিক বন্টন) অধ্য়য়ন করেন | কোলার সোনার খনিতে 580 মিটার গভীরতায় পরিমাপ করা হয়েছিল | এই কাজটি 1977 সালে “Parmana-JournalofPhysics” এ প্রকাশিত হয়েছিল | তারা দুইটি বিস্ফোরণ লক্ষ্য করেন | প্রথমটি কেন্দ্রের ট্র্যাকগুলির একটি সরু জেট সমন্বিত এবং দ্বিতীয়টি ট্রাকের দুটি হালকা বান্ডিল সমন্বিত | তাদের মতামত ছিল যে, প্রথম ঘটনাটি ঘটে যখন দুটি ইলেকট্রন -ফোটন ঝরনা ফাস্ট মিউয়ন দ্বারা উত্পাদিত হয়, যার একটি শিলা ও অপরটি ব্রেসমস্ট্রাহলংপ্রক্রিয়ায় সীসা শোষক দ্বারা ঘটে | এবং দ্বিতীয় ঘটনাটি ঘটে যখন দুটি ইলেকট্রন-ফোটনের সমান্তরাল ফাস্ট মিউয়ন দ্বারা উত্পাদিত হয়, যার প্রত্যেকটি শিলা ও সীসা শোষক দ্বারা ঘটে |
সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স ও দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েসন ফর দ্য কাল্টিভিশেন অব সায়েন্সেও গবেষণার কাজে যুক্ত ছিলেন বিভা | SINP তে কাজ করার জন্য বিভা PRL থেকে স্বেচ্ছা অবসর নিয়েছিলেন | SINP কলকাতায় বিভা ১৯৭৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত একজন অতিথি বিজ্ঞানী হিসেবে কাজ করেন | তাঁর প্রধান সহযোগী ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এ কে গাঙ্গুলী, এস আই এন পি-র বিবি বালিগা এবং আই এসি এস কলকাতার ডি পি ভট্টাচার্য | তারা ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার (VECC), কলকাতা থেকে CR-39 (DOP) র মত সলিড টেস্ট ট্র্যাক ডিক্টেটর দিয়ে প্রাপ্ত আপেক্ষিক আয়নগুলো চর্চা করেছে | তারা এটা ভেবেছিলেন, প্রক্ষিপ্ত খন্ডের সুনির্দিষ্ট জ্ঞান মহাজাগতিক রশ্মির প্রকৃতি,ত্বরণ প্রক্রিয়া উত্স বুঝতে সাহায্য করবে |
1988 সালে NuovoCimento এ প্রকাশিত একটা গবেষণাপত্রে ছিল, “Fragmentationof 56Fe in all at 1.88 A Ge” . D.P. Bhattacharya et al. stated the aims and objectives of their experiments : “The knowledge of Fragmentation probabilities of different ions in various targets in necessary to understand the elemental and isotopic composition of cosmic rays at their source. The proper understanding of nucleus-nuccleus interaction processes may be used for calibration of heavy ion detectors- both passive and active-carried by balloons and spacecrafts.”
অর্থাৎ বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিভিন্ন আয়নের খন্ডন সম্ভাবনার জ্ঞান তাদের উত্সে মহাজাগতিক রশ্মির মৌলিক এবং সমস্থানিক গঠন বোঝার জন্য প্রয়োজনীয় | নিউক্লিয়াস-নিউক্লিয়াস মিথস্ক্রিয়া প্রক্রিয়াগুলির জন্য সঠিক বোঝাপড়া ভারী আয়ন ডিটেক্টরগুলির ক্রমাংকনের জন্য ব্যবহার করা যেতে পারে- প্যাসিভ এবং সক্রিয় উভয়ই -বেলুন ও মহাকাশযান দ্বারা বাহিত “|
বিভা চৌধুরীর 27 টি পেপার বেরিয়েছিল |
বিভা চৌধুরীকে নিয়ে যে বই লেখা হয়েছিল তার শিরোনাম : A Jewel Unearthed : Bibha Chowdhuri .
(একজন ভারতীয় মহিলা বিজ্ঞানীর গল্প যিনি মেরি কুরি নামে পরিচিত হবার যোগ্য)
লেখক- রাজিন্দর সিং (ইউনিভার্সিটি অফ ওল্ডেনবার্গ, জার্মানি) এবং এস সি রায় (আই এস এন এ কলকাতা, ভারত)
প্রকাশক : Shaker Verlag GmbH, Aachen, Germany.
প্রকাশের বছর : 2018, মূল্য : 21.90 ইউরো; পৃষ্ঠা: 1581
বিভা চৌধুরীর শেষ গবেষণাপত্র “Existense of charge phenomena in 56 Fe + 27
All collisions at 1.88 A GeV”.
এটি প্রকাশিত হয়েছিল 1990 সালে “IndianJournalofPhysics” এ |
বিভা চৌধুরী মারা যান 1991 সালের 2 রা জুন | এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত বিজ্ঞানের সেবা করে গিয়েছেন | তিনি বিজ্ঞানী হবার জন্যই জন্মগ্রহণ করেছিলেন |
চুপচাপ শান্ত প্রকৃতির একটি মেয়েকে দেখে কখনো বোঝাই যেতনা তিনি এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে গবেষণা করেছেন | যেদিন বেশি সংখ্যক মেয়েরা পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করবে সেদিন বিভা চৌধুরীর স্বপ্নপূরণ হবে |
----
শব্দ সংখ্যা—১৮৮০তথ্যসূত্র – ১) AJewelUnhearthed : BibhaaChowdhuri—Author- RajinderSingh.
২) প্রথমা : বিভা চৌধুরী : গৌতম গঙ্গোপাধ্যায়
৩) বিভা চৌধুরী --- উইকিপিডিয়া
৪) যে হাতে জ্বলেছিল আলোর শিখা -ড. বিভা চৌধুরী --- স্বাতীরায়
৫) তাঁর নাম রয়েছে নক্ষত্রও, অথচ সেভাবে প্রকাশ্যেই আসেননি বিজ্ঞানী বঙ্গবলা ড. বিভা চৌধুরী – বঙ্গদর্শন
৬) BibhaChowdhuri : অল্পের জন্য হাতছাড়া নোবেল –এ বি পি
৭) খ্যাতির আড়ালে হারানো বাঙালি বিজ্ঞানী বিভা চৌধুরীর নামে এবার তারার নাম--- শ্রমণা রায়
Sabita Ray Biswas
Flat - 3k Block -4,
Shankar Tower,
33 Sukanta Sarani, Italgachha
Kolkata 700079
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন