Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

গল্প ।। পেয়ারাতলা ।। অঞ্জনা গোড়িয়া



দুটো বাড়ির  মাঝখানে একটা পুরনো  পেয়ারা গাছ।
 ঠাকুরদার দুই ছেলের এখন দুই বাড়ি।
 সুখ শান্তি ফিরিয়ে আনতে দুই ভাই আলাদা হলো।  ভায়েরা লুকিয়ে একসাথে গল্প করে। কিন্তু বউদের দেখতে পেলে ই মুখ ভার করে  চলে যায় যেযার পথে।
 দুই ভায়ের আবার দুই ছেলে। তবু কেউ কারোর সাথে কথা বলতে দেয় না। 
খেলতে দেয় না। সব সময়  নিজের ছেলেকে আগলে রাখে দুই বাড়ির গিন্নী। 
 এখন সমস্যা হলো  এই গাছ টা  নিয়ে।
 ঠিক উঠানের মাঝখানে।দুই বাড়ির  মানুষজন  সমস্যায় আছে গাছ টা  নিয়ে।  দুটো পরিবার  আলাদা হলো। বাড়ি উঠান ভাগ হলো।  এবার তোলা হবে পাঁচিল। 

 বড় উঠানের মাঝখান দিয়ে তোলা হবে ইঁটের দেওয়াল।আড়াআড়ি ভাবে ভাগ হয়েছে  দুই ভায়ের মধ্যে।  পেয়ারাগাছটা তাই কাটা পড়বে। কাটতেই  হবে। নইলে পাঁচিল তুলতে  অসুবিধা । কচি কচি পেয়ারায় ভরে গেছে  গাছ।
 পাড়ার  যত ছোটো  সদস্য আছে।।দাদুর আবদারে প্রতিবছর  ছেলে পুলেরা ইচ্ছে মতো  পেয়ারা পেড়ে খায়। যেমন  মিষ্টি  তেমন ই  সুস্বাদু খেতে। 
 সারা উঠানটা সবুজে  ভরিয়ে রাখে।
 বাড়ির  সৌন্দর্য ছিল এই গাছ।
মুখুজ্জে বাড়ির  দাদু সেই কবে বসিয়ে ছিল গাছ টা।  শুনেছি রথের মেলায়  গিয়ে মাংস না  কিনে এনেছিল গাছ। সেই নিয়ে  সেদিন  বাড়িতে  তুমুল অশান্তি হয়েছিল। মুখুজ্জে দাদু কোনো কিছু কান না করে উঠানের মাঝখানে  বসিয়ে দিল গাছ। প্রতিদিন  নিয়মিত জল দিয়ে  বড় করেছে।  পেয়ারায় ভরে গেছে।  কেটে গেছে ৪০ বছর।  মুখুজ্জে দাদু আর নেই।  তবু ছেলেদের বারবার বলে গিয়ে ছিল এ গাছ টা  আমার প্রাণ। যতদিন  বেঁচে থাকবে, জানবি আমিও  আছি বেঁচে।  
গাছটা এখন বুড়ো  হয়েছে।  শুকনো পাতা ঝরে ঝরে উঠান ভর্তি করে।  দাদূর নাতবৌরা রাগে গজগজ করে।  এখন বাড়ি টাও ভাগাভাগি।  দুই ছেলে আলাদা। তবু কেউ চায় না গাছ টা  কাটা হোক।
দিন রাত বউদের মধ্যে  অশান্তি  গালিগালাজ  আর সহ্য হচ্ছে না।  কাঠুরে  ডাকা হলো।  কেটে ফেলা হবে পেয়ারা গাছ টা।  তোরজোড় শুরু হলো। 
এবার কাটা হবে। সবে মাত্র  করাতের একটা  ঘা দিয়েছে। 
গাছের বাঁকা ডাল থেকে  কে যেন চেঁচিয়ে বলে, খবর দার গাছ কাটবে না।
এ আমার গাছ। যে গাছে হাত দেবে তার ঘাড় মুটকে দেব।
শুকনো পাতা গুলো  ঝনঝন করে পড়তে লাগলো।  কাঠুরিয়ারা প্রচন্ড ভয় পেয়ে পালিয়ে গেল।

বাড়ির লোকজন এসে খোঁজাখুঁজি শুরু 
করলো।  না কাউকে দেখা গেল না।
আবার কিছু দিন পর উদ্যোগ নেওয়া হলো গাছ টা কাটার জন্য।
সমস্ত প্রস্তুত।  এবার ঘা দেওয়া হবে  গাছে। কে যেন চেঁচিয়ে উঠল, আমার আত্মা এখানেই  আছে। যে কাটবে তার রেহাই নেই। 
কেঁপে উঠলো গাছ। ঝরে পরল পাতা। কেউ আর এগোতে পারল না।  পাড়া সুদ্ধ রটে গেল মুখুজ্জে  দাদু এ গাছে ই আছে।    দুই  নাতবৌ কিছু তে ই বিশ্বাস করে নি। এ নিশ্চয়  কেউ বদমাইশি করছে। গাছ টা  না কাটার জন্য।
 বাড়ির  কর্তাদের বলল,আরও  একবার  চেষ্টা করতে। গাছের জন্য উঠানে পাঁচিল দেওয়া  যাচ্ছে না। পাঁচিল না তুললে বাড়ির মানান হয় নাকি? 
 বাইরে থেকে আনা হলো  কাঠুরিয়ার দল। আজ কাটতেই হবে।  সবাই পাহারায়।  কে বা কারা এমন করে বাধা দিচ্ছে। আজ দেখবে ই।
 মোটা দড়ি আর  করাত।
 হঠাৎ  আকাশ মেঘে ছেয়ে গেল। কড়কড়  বাজ পড়ার শব্দ।
 প্রবল ঝড় উঠলো।  সবাই  বাড়ির ভেতর  যেতে চাইল। কিন্তু  ছোট নাতবৌ এর এক কথা।  আজ গাছ টা  কাটতে ই হবে।
 অনেক  টাকা দেওয়া হবে।
  কাঠুরিয়া কে রাজী করালো। 
   গাছে দিল এক কোপ। সঙ্গে  সঙ্গে একটা বাজ পড়ার শব্দ। 
   তারপর  সব শেষ। 
   ঝড় থামল। বাজ পড়া বন্ধ  হলো।   উঠানে পড়ে রইল  বাড়ির  ছোট  নাতবৌ। 
   তবে কি সত্যিই  মুখুজ্জে দাদু  এখনো  আছে??? 
   
==============


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক