কবিতা ।। বিদ্রোহী নজরুল ।। রঞ্জন কুমার মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

কবিতা ।। বিদ্রোহী নজরুল ।। রঞ্জন কুমার মণ্ডল



ছোট্টবেলা দুঃখে কেটেছে, দুখুমিঞা যার নাম
চুরুলিয়া গ্রাম বর্ধমানেতে, ছিল যে তাঁর ধাম।

জীবন শুরু লেটোর দলে, দিয়েছে গানেতে সুর
ভাটিয়ালি ও বাউলগানেতে সুর দিতো  সুমধুর।

"ধূমকেতু" পত্রিকা তাঁর,পড়েছিল রাজরোষে
রাজ বিরোধী রচনা প্রকাশে,জেল হয় অবশেষে।

লিখতে কখনও করেন নি ভুল প্রিয়গান বুলবুল
'দুখুমিঞা' আর কেউ নয়,তিনি কবি নজরুল।

'দোলনচাঁপা'তে কবি, দিলেন 'অবেলার ডাক'
'চিত্তনামা'তে 'ইন্দ্রপতন' স্মরণীয় হয়ে থাক।

লিচুচোর, "ঝিঙেফুল" মনে পড়ে  বারবার 
রণাঙ্গনে তে বীর সৈনিক 'কাণ্ডারী হুশিয়ার'।

'জাতের নামে বজ্জাতি' লিখে দিলে বড় সন্দেশ 
কাব‍্য "সিন্ধুহিল্লোল"- তিন  তরঙ্গেতে হয় শেষ।

"ফণিমনসা"য় 'সত‍্যকবি' সঙ্গেতে 'সব‍্যসাচী'
"সন্ধ‍্যা" কাব‍্যে চল্ চল্ চল্ কোরাস গীতে আছি।

"অগ্নিবীণা","বিষেরবাঁশি" বিখ‍্যাত "সর্বহারা"
"ছায়ানট"তে আছে 'বিজয়িনী' সঙ্গে 'সন্ধ‍্যাতারা'।

আল্লা-হরি'র নেই ভেদাভেদ, বক্তব‍্যে নেই ভুল
জাতপাতে মানুষের হাত, লেখনীতে নজরুল।

সাম‍্যের গানে সাম‍্যবাদী, চির উন্নত কবি শির
বিদ্রোহী  কবি নজরুল আজও বিশ্ব বিধাত্রীর।

===================

 
 রঞ্জন কুমার মণ্ডল
সারাঙ্গাবাদ, মহেশতলা (ওয়ার্ড নং-৩৫)
২৪ পরগণা (দক্ষিণ), পিন-৭০০১৩৭.


No comments:

Post a Comment